জুলি লাহিড়ী –
নতুন বছর নতুন সকাল দেখতে লাগে বেশ
যত অভিমান দেবো মুছে, রাখবোনা তার রেশ
ঝলমলিয়ে ভাসবে দিন, যেন শিল্পীর ছবি
জন্মেছিলেন বোশেখ মাসেই জোড়াসাঁকোর রবি
লক্ষ্মী-গণেশ হবে পুজো সাজবে নতুন সাজে
দোকানিরা ব্যস্ত হবে খাতা লেখার কাজে
নতুন শাড়ি নতুন পোশাক পরবে ঘরে ঘরে
কি করবে তারা, যারা ফুটপাতে বাস করে ?
ভুলে গেছে নতুন জামা পরেছে তারা কবে
পেটের জ্বালা মেটাতে তাদের ভিক্ষা করতে হবে
হেসেখেলে ওরা বাঁচে খেয়ে যে ফ্যানাভাত
সহ্য করে লাথি ঝাঁটা দাঁতেই চেপে দাঁত
এরমধ্যেই যখন পায় ভালোবাসার ডাক,
সেদিন যেন তাদের কাছে পয়লা বৈশাখ ।।
Be the first to comment