আইএএস টপার টিনা দাবি ও আথার আমির-উল-সইফ খানের বিয়ের রিসেপশনে উপস্থিত ছিলেন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু ও লোকসভা স্পিকার সুমিত্রা মহাজন। এছাড়া উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদও। নবদম্পতিকে শুভেচ্ছা জানান তাঁরা।
প্রসঙ্গত, ২০১৫ সালে ইউপিএসসি পরীক্ষায় প্রথম হন টিনা দাবি। তিনি প্রথম কোনও দলিত মেয়ে যিনি এই পরীক্ষায় প্রথম হয়েছেন। দ্বিতীয় হন কাশ্মীরের আথার আমির খান। পরে তাঁরা দু’জনে বিয়ে করার সিদ্ধান্ত নেন। কাশ্মীরের মুসলিম যুবকের সঙ্গে দলিত কন্যার বিয়ে নিয়ে শুরু হয় সমালোচনা।
সব বাঁধা পেরিয়ে শনিবার ছিল দিল্লিতে তাঁদের বিয়ের রিসেপশন। প্রথমে রাজস্থানের জয়পুরে কোর্ট ম্যারেজ করেন তাঁরা। তারপর কাশ্মীরের পহেলগাঁওয়ে পাত্রের বাড়িতে বিয়ে হয়।
Be the first to comment