রবিবার শেষ হলো গোল্ড কোস্টে ২১তম কমনওয়েলথ গেমস। ২৬ টি সোনা, ২০টি রুপো এবং ২০টি ব্রোঞ্জ পদক নিয়ে ভারতের মোট পদক সংখ্যা ৬৬টি।
২০১৪ সালে গ্লাসগো কমনওয়েলথ গেমসে মোট ৬৪টি পদক জিতেছিল ভারত। যার মধ্যে ১৫টি সোনা, ৩০টি রুপো এবং ১৯টি ব্রোঞ্জ জিতেছিল ভারত। পদক তালিকায় ভারত ছিল ৫ নম্বর স্থানে। ২০১৮ সালে গোল্ড কোস্টে সেখানে ভারতের মোট পদক সংখ্যা ৬৬, যার মধ্যে ২৬টি সোনা। পদক তালিকায় তৃতীয় স্থানে শেষ করল ভারত।
গেমসের শেষদিনে ভারতের এল সাতটি পদক। মহিলাদের ব্যাডমিন্টনের সিঙ্গলসের ফাইনালে পিভি সিন্ধুকে হারিয়ে সোনা পেলেন সাইনা নেহওয়াল। ২০১০ সালে নয়াদিল্লি কমনওয়েলথ গেমসের পর ফের এই প্রতিযোগিতায় সোনা পেলেন সাইনা। আজ এই একটিই সোনা পেল ভারত। রুপো অবশ্য এসেছে চারটি এবং দু’টি ব্রোঞ্জ। আজ সিন্ধু ছাড়াও ব্যাডমিন্টনে পুরুষদের সিঙ্গলসের ফাইনালে রুপো পেয়েছেন বিশ্বের এক নম্বর খেলোয়াড় কিদম্বী শ্রীকান্ত।
Be the first to comment