আজ আইপিএলে সুপার সানডের প্রথম ম্যাচ ছিলো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর সাথে রাজস্থান রয়্যালসের। এই ম্যাচে রাজস্থান রয়্যালস ১৯ রানে হারালো আরসিবিকে। এদিন টসে জিতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলি ব্যাট করতে পাঠায় রাজস্থানকে। নির্ধারিত ২০ ওভারে রাজস্থান রয়্যালস ৪ উইকেটে ২১৭ রান করে। দুর্দান্ত ব্যাট করেন সঞ্জু সামসন। মাত্র ৪৫ বলে ৯২ রান করেন (২টি চার এবং ১০টি ছক্কা)। এছাড়াও রান করেন অধিনায়ক রাহানে(৩৬), বেন স্টোকস (২৭), জস বাটলার(২৩)। ব্যাঙ্গালুরুর হয়ে চাহাল নেন ২টি উইকেট। জবাবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ২০ ওভারে ৬ উইকেটে ১৯৮ রান সংগ্রহ করে। ভালো রান করেন অধিনায়ক বিরাট কোহলি(৫৭), ওয়াশিংটন সুন্দর (৩৫) এবং মনদিপ সিং (৪৭ নট আউট)। ম্যাচ সেরা নির্বাচিত হন সঞ্জু সামসন।
আজ দ্বিতীয় ম্যাচ চেন্নাই সুপার কিংস এর সাথে হচ্ছে কিংস ইলেভেন পাঞ্জাবের। চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেন।
Be the first to comment