নববর্ষেই দুর্গাপুজোর ঢাকে কাঠি পরে গেলো ৯৫ পল্লীর

Spread the love

দক্ষিণ কলকাতার যোধপুর পার্ক ৯৫ পল্লীর পুজো। এখন আর আলাদা করে কাউকে চিনিয়ে দিতে হয় না। ৭০তম বর্ষে পা রেখেছে এ পুজো। শুধু বয়সের ভাড়ে নয় অপূর্ব মণ্ডপ সজ্জা এবং তুলনাহীন মাতৃমূর্তি যোধপুর পার্কে দুর্গাপুজোর মানচিত্রে এক বিশেষ স্থান দিয়েছে। আজ ১লা বৈশাখ সেই ৯৫ পল্লী পুজা প্রাঙ্গণে এক চা চক্রের আয়োজন করেছিলেন পুজা কমিটির সভাপতি তথা মেয়র পারিষদ(রাস্তা), রতন দে। প্রত্যেক বছরেই মানুষের উৎসাহ থাকে কে এই ক্লাবের প্রতিমা শিল্পী তথা মণ্ডপ শিল্পী হবেন। ৯৫ পল্লীর তরফে এইরকমই জানানো হয়েছিলো কার তুলিতে রাঙবে এবারের মণ্ডপ। ২০১৮’র ৯৫ পল্লী যোধপুর পার্ক কার হাতে? পর্দা উন্মোচন ১৫ই এপ্রিল, রবিবার, সন্ধ্যা সাড়ে ৬টায়। কৌতুহলী মানুষের ভীড়ে এবং উপিস্থিত নেতা-মন্ত্রীদের সামনে জানা গেল এবারের শিল্পী ভবতোষ সুতার। উপস্থিত ছিলেন মন্ত্রী শোভন্দেব চট্টোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, বিধায়ক পরশ দত্ত, শিল্পী ভবতোষ সুতার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*