নজরুল তীর্থে এসো হে “নূতন”

Spread the love

মাসানুর রহমান –

মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা অগ্নিস্নানে শুচি হোক ধরা, রসের আবেশরাশি শুষ্ক করি দাও আসি, আনো আনো আনো তব প্রলয়ের শাঁখ। মায়ার কুজ্ঝটিজাল যাক দূরে যাক।

১৪২৫; নতুন বছরকে স্বাগত জানাতে আজ সন্ধ্যায় নিউটাউন বইমেলা সমিতির উদ্যোগে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নতুন বছরকে স্বাগত জানাতে গোটা শহর জুড়ে বাঙালি মেতেছে উৎসবে। গোটা বাংলা সহ কলকাতার বিভিন্ন জায়গায় চলছে বর্ষবরণের অনুষ্ঠান। নিউটাউনের নজরুল তীর্থের পাথর সাজানো মুক্ত মঞ্চেও এমন এক সুন্দর অনুষ্ঠানের সাক্ষী থাকল অনেকেই।

নিউটাউন বইমেলা কমিটির সভাপতি উর্মিলা সেন, বলেন, আমরা ভাষা দিবসও খুব সাড়ম্বরে পালন করেছি। বাংলা আমাদের মায়ের সমান, বাংলা আমাদের গর্ব, নতুনের সাথে এ আনন্দ ভাগ করে নেওয়াটা সারা বছরটাকে মনে করাবে।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হিডকো, এন.কে. ডি.এ-র চেয়ারম্যান শ্রী দেবাশিষ সেন। তিনি বলেন, হিডকো চেষ্টা করছে সকলের সাথে যোগাযোগ রেখে আগামীতে আরও অনেক কিছু ভালো করার আপনাদের সাহায্য একান্তভাবে কামনা করি। অতি দ্রুততার সাথে ভোল বদলেছে নিউটাউনের। আগামীতে আরও সুন্দর আরও সম্পূর্ণা হয়ে উঠবে নিউটাউন। নিউটাউনকে এক আদর্শ ও সম্পূর্ণ শহর হিসাবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*