রফিকুল জামাদার (রিপোর্টার)-
তৃণমূলে ফিরলেন নদীয়া জেলার সুনীল কুমার পাল। উল্লেখ্য, নদীয়া জেলার তৃণমূল নেতা সুনীল কুমার পাল দলের টিকিট না পেয়ে পঞ্চায়েত নির্বাচনে বিজেপি থেকে জেলা পরিষদে প্রার্থী হিসাবে নমিনেশন জমা করেছিলেন। আজ তিনি তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে এসে আবার তৃণমূলে ফিরে এলেন।
এদিন পার্থ চট্টোপাধ্যায় বলেন, “সুনীল কুমার পাল ওরফে কেষ্ট পালের অভিমান ছিল, মনোমালিন্য ছিল। তবে তাঁর দলনেত্রীর উপর আস্থা ছিল। আমি নিজে তাঁকে অনুরোধ করেছিলাম দেখা করার জন্য। আজ তিনি এসেছেন, আমি অনেকক্ষণ কথা বলেছি তাঁর সঙ্গে। আমার মনে হয়েছে ওনার অভিমানের যুক্তি আছে। উনি তৃণমূলেই থেকে আগের মত কাজ করতে চান।” এদিন মহাসচিব আরও বলেন, “কিছুদিন আগে মুকুলের সঙ্গে সুনীল দেখা করেছিলেন। উনি বিজেপির হয়ে নমিনেশন জমা করেছেন। উনি ওনার নমিনেশন প্রত্যাহার করে নেবেন। আমরা ওনাকে সাংগঠনিক দায়িত্ব দেব। উনি আগের মতই তৃণমূলের হয়ে কাজ করবেন।”
এদিন সুনীল কুমার পাল বলেন, “নদীয়া জেলার তৃণমূলের নির্বাচন কমিটির সবাইকে বলেছিলাম, কেনো আমাকে টিকিট দেওয়া হচ্ছে না। দলের নির্দেশ ছিল জয়ী প্রার্থীদের যেন টিকিট দেওয়া হয়। কিন্তু জেলা নেতৃত্ব আমার কথা শোনেননি। তাই আমি ক্ষোভে বিজেপিতে যাই। তবে মন থেকে তৃণমূল কংগ্রেসকে ভুলতে পারিনি। আজ দলের মহাসচিবের সঙ্গে কথা হয়েছে। আমার ক্ষোভ মিটে গেছে মহাসচিবের সঙ্গে কথা বলে। আমি আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আগামীদিনে কাজ করে যাব।”
Be the first to comment