কাঠুয়ায় ৮ বছরের মেয়ের ধর্ষণ ও খুনে ৮ অভিযুক্ত নিজেদের নির্দোষ দাবি করে জেলা ও দায়রা বিচারকের কাছে নার্কো পরীক্ষার আবেদন জানাল। দেশজুড়ে প্রতিবাদের ঝড় তোলা কাঠুয়ায় নাবালিকার ওপর যৌন নির্যাতন মামলার বিচার শুরু হয়েছে সোমবার। জেলা ও দায়রা বিচারক রাজ্য ক্রাইম ব্রাঞ্চকে অভিযুক্তদের চার্জশিটের কপি দিতে বলার পাশাপাশি ২৮ এপ্রিল পরবর্তী শুনানির দিন ধার্য করেছে।
একটি শিশুকন্যার ওপর নজিরবিহীন নারকীয় অত্যাচারে অভিযুক্তদের মধ্যে আছে এক নাবালকও। গ্রেফতারও হয়েছে সে। ছেলেটি বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের কাছে জামিনের আবেদন পেশ করেছে। তার শুনানি এদিন পরে হবে।
প্রসঙ্গত, গত জানুয়ারি মাসে জম্মুর সংখ্যালঘু যাযাবর গোষ্ঠীর মেয়েটিকে কাঠুয়ার একটি ছোট গ্রামের মন্দিরে এক সপ্তাহ আটকে রেখে ওষুধ খাইয়ে আচ্ছন্ন করে রেখে পালা করে ধর্ষণের পর মাথা থেঁতলে মেরে ফেলা হয় বলে অভিযোগ। ক্রাইম ব্রাঞ্চের দায়ের করা চার্জশিটে বলা হয়েছে, সংখ্যালঘু যাযাবর সম্প্রদায়টিকে এলাকাছাড়া করার সুগভীর চক্রান্তের অংশ হিসাবেই মেয়েটিকে অপহরণ, ধর্ষণ ও খুন করা হয়। ওদের সন্ত্রস্ত করে দিয়ে চলে যেতে বাধ্য করাই ছিল পিছনের আসল উদ্দেশ্য।
যে মন্দিরে মেয়েটিকে আটকে রেখে তার ওপর পাশবিক অত্যাচার করা হয় বলে অভিযোগ, তার কেয়ারটেকারকে অপরাধের মূল চক্রী হিসাবে তালিকাভুক্ত করা হয়েছে চার্জশিটে।
Be the first to comment