নির্মল বাংলার প্রচারে লোকশিল্পীরা

Spread the love

মাসানুর রহমান –
নির্মল বাংলা মিশন নিয়ে সচেতনতা বৃদ্ধির জন্য গ্রামাঞ্চলে প্রচারে নেমেছেন লোক শিল্পীরা। ইতিমধ্যেই নদিয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হুগলী, পূর্ব মেদিনীপুর, কোচবিহার, পূর্ব ও পশ্চিম বর্ধমান – এই ৮টি জেলাকে নির্মল জেলা ঘোষণা করা হয়েছে।আরও ৬টি জেলাকে নির্মল ঘোষণা করা হবে; এগুলি হল যথাক্রমে – হাওড়া, বীরভূম, মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর এবং পশ্চিম মেদিনীপুর। তবে এই প্রথমবার লোকশিল্পীরা এই রকম একটা প্রকল্পের প্রচার করছেন।

বিভিন্ন ধরনের লোকশিল্প – যেমন, বাউল, কীর্তন, ভাওয়াইয়া, ঝুমুর, ছৌ ইত্যাদি গ্রামাঞ্চলে মানুষদের মধ্যে সচেতনতা বাড়াতে উদ্যোগী হয়েছে। লোকশিল্পীদের জন্য বিভিন্ন থিম বরাদ্দ করা হয়েছে এবং সেই অনুযায়ী তারা গান রচনা করেছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*