রফিকুল জামাদার (রিপোর্টার) –
রাজনৈতিক দল গুলি রাজনৈতিক ভাবে না লড়তে পেরে ভোটকে ভয় পাচ্ছে। তাই এইসব নাটক করছে। নবান্নে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন আরও মুখ্যমন্ত্রী বলেন,
১) কোর্টের বিষয়ে আমি কোনো মন্তব্য করব না।
২) এসডিও অফিসেও নমিনেশন জমা নেওয়া হয়েছে। তারপরও ওরা নাটক করছে।
৩) সিপিএম কংগ্রেস আর বিজেপি এই জগাই-মাধাই-বিদায়রা ভোটকে ভয় পাচ্ছে।
৪) কংগ্রেস ও সিপিএম দিল্লীতে এক কথা বলে, আর বাংলায় এক কথা বলে। ওদের বলব ওরা ঠিক করুক আগে দিল্লীতে ঘর করবে নাকি বাংলায় এইসব করবে।
৫) বিজেপিকে কিছু বলার নেই। ওরা শিশু চুরি থেকে শুরু করে সাম্প্রদায়িক দল। ওদের নিয়ে কিছু বলার নেই।
৬) ভোট গণতান্ত্রিক অধিকার। তাহলে ভোটে না গিয়ে তাহলে ওরা কেনো এইসব নাটক করছে।
৭) আমাদের সমস্য কোড অফ কন্ডাক্ট থাকার কারণে আমাদের তা মেনে চলতে হচ্ছে। ফলে নতুন কোনো উন্নয়নের কাজ করতে পারছি না। যে কাজ গুলি পড়ে আছে সেগুলিও করতে পারছি না। বাংলার উন্নয়ন পিছিয়ে যাচ্ছে। জেলায় গিয়ে মিটিংও করতে পারছি না। এখন আমাদের অনিশ্চয়তার মধ্যে থাকতে হচ্ছে। আমরা মে মাসের ১৫ তারিখের মধ্যে ভোট পর্ব মিটিয়ে ফেলতে চেয়েছিলাম। কারণ তারপর খুব গরম পড়ে যায়। মে মাসে গরম ৫০ ছুঁয়ে যায়। তারপর বর্ষা নেমে যায়। আর বিরোধীরা ভোটকে ভয় পেয়ে এই সব নাটক চালিয়ে যাচ্ছে।
Be the first to comment