ব্রাজিল তাদের ছন্দ বজায় রেখে চলেছে। তাদের সাম্বার ছন্দে ভারতীয় দর্শকরা মাতোয়ারা হয়ে আছে। বুধবার রাতে অনূর্দ্ধ-১৭ বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে কনকাফাক গ্রুপের দল হন্ডুরাসের বিরুদ্ধে ব্রাজিল নিজেদের আধিপত্য বজায় রেখে ৩-০ গোলে জয় তুলে নেয়। তাদের স্কিলের কাছে হন্ডুরাস মাথা তুলে দাঁড়াতেই পারেনি। রবিবার যুবভারতীতে ব্রাজিলের প্রতিপক্ষ এবার জার্মানি। সম্ভবত এই ম্যাচটি বিশ্বকাপের সেরা ম্যাচ হতে চলেছে। শক্তিশালী জার্মানির বিরুদ্ধে ব্রাজিলের স্ট্রাটেজি কেমন হবে তা দেখার জন্য মুখিয়ে থাকবে কলকাতার দর্শকরা। অন্যদিকে মুম্বাইয়ের ডি অয়াই পটেল স্টেডিয়ামের অন্য প্রি-কোয়ার্টার ফাইনালে দুই আফ্রিকান দেশের লড়াইয়ে নিজারকে ২-০ গোলে হারিয়ে দিল ঘানা। কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ আফ্রিকান চ্যাম্পিয়ান মালি। যারা এই টুর্নামেন্টে যথেষ্ট ভালো খেলে আসছে। উল্লেখ্য যে প্রি কোয়ার্টার ফাইনালে তারা ইরাককে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে।
শেষ আটের লড়াইয়ে যারাঃ-
ঘানা বনাম মালি (২১ অক্টোবর, গুয়াহাটি)
যুক্তরাষ্ট্র বনাম ইংল্যান্ড (২১ অক্টোবর, মারগাও)
ব্রাজিল বনাম জার্মানি (২২ অক্টোবর, কলকাতা)
স্পেন বনাম ইরান (২২ অক্টোবর, কোচি)
Be the first to comment