সুভাষ মজুমদার (রিপোর্টার) –
বিশ্বের প্রাণী জগতে নিশ্চিত মৃত্যু কার কখন হবে ? এই প্রশ্ন যদি করা হয়, কারোর পক্ষে কি বলা সম্ভব? উত্তর একটাই না কখনই না। কিন্তু যদি একটি গাছ জানিয়ে দেয় তার মৃত্যু কবে শুনতে কেমন লাগে ? অবশ্যই বিষ্ময়কর এবং অবাস্তব। ঠিক এরকমই একটি গাছ কুড়ি বছর বাঁচার পর নিশ্চিত মৃত্যুর বার্তা দিয়েছে মানব কুলকে আর এই গাছটিকে নিয়েই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা তারকেশ্বর সহ জেলা জুড়ে।
তারকেশ্বরের বালিগড়ি অঞ্চলের একটি ছোট্ট গ্রাম মনোহরপুর। গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে কানা নদী। গ্রামের মধ্যে শাল, শিমুল, নারকেল ও তাল গাছের সারি।
গ্রামের মধ্যে একটি মস্ত বড় বাঁশবাগান, আর এই বাঁশ বাগানের মাঝেই একটি মাত্র তাল গাছ কুড়ি বছর ধরে দাঁড়িয়ে আছে, এই কুড়ি বছর কোনো ফুল বা তাল কখনই ধরেনি।
তাই গ্রামের লোক গাছটির নাম দিয়েছে বেতাল গাছ।
গত কয়েক দিন ধরেই গ্রামের মানুষ লক্ষ্য করে হঠাৎ গাছটি ধীরে ধীরে তার রূপ পরিবর্তন করছে। গাছের মাথায় ফুলের মতো কিছু দেখা যাচ্ছে, দিন কতক পরেই গাছের মাথায় এক ঝাঁক ফুলে ভরে গেছে আর গাছটির পাতা গুলো শুকিয়ে যাচ্ছে। গ্রামের মানুষ এই বিষ্ময়কর ঘটনা দেখে কেউ কেউ ভয় পেতে শুরু করেন। অশুভ শক্তির প্রভাব ভেবে ফেলেন। আশেপাশে গ্রামে ছড়িয়ে পড়ে এই খবর, অনেকে গাছটিকে দেখতে ভিড় জমাতে শুরু করেন। কেউ কেউ আবার পয়সা দিয়ে প্রণামও করে যান। গ্রামের মানুষের বক্তব্য কুড়ি বছর ধরে গাছটিকে দেখছি। হঠাৎ করে এই পরিবর্তনে অনেকেই ভয় পেয়ে গেছে, তাল গাছের মাথায় ঝাঁক ঝাঁক ফুল আমরা কোনদিনই দেখিনি।
নিশ্চিত মৃত্যু সম্পর্কে জানতে চাওয়া হয় এক কলেজ ছাত্রী তানিয়া ভাদুরীকে। এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন এই ধরণের কোনো গাছ আছে কিনা জানা নেই, তবে নিশ্চিত মৃত্যু কোনো গাছ কেন কোনো প্রাণীরই বলা সম্ভব নয়। এই বিষয়ে সিঙ্গুর কলেজে বোটানি বিভাগে পাঠরতা গ্রামেরই এক ছাত্রী মোবাসেরা মন্ডল বলেন এটি এক ধরণের বিরল প্রজাতির গাছ, বাংলায় এর নাম তিরোল গাছ নামে পরিচিত, বিজ্ঞানসম্মত নাম Talipot palm. এই গাছটির বৈশিষ্ট হলো কুড়ি পঁচিশ বছর বাঁচার পর হঠাৎ করে ফুল ধরে এবং আস্তে আস্তে পাতা শুকিয়ে যায় এবং ধীরে ধীরে মারা যায়। এই প্রজাতির গাছটিতে ফুল আসা মানেই গাছটির নিশ্চিত মৃত্যু। এই গাছটি একমাত্র আমাদের গ্রামেই ছিল, রাজ্যে বা দেশে এই গাছ কোথায় আছে জানিনা তবে দেশের বাইরে শ্রীলঙ্কা মালয়েশিয়া, মায়ানমারে এই প্রজাতির গাছ জন্মায়।
তানিয়া ভাদুরী (কলেজ ছাত্রী)
মোবাসেরা মন্ডল(বোটানি ছাত্রী)
শেখ আলাউদ্দিন (গ্রামের মানুষ)
আব্বাস মন্ডল(গ্রামের মানুষ)
Be the first to comment