পাকিস্তানে চালু হল ট্রান্সজেন্ডার বা রূপান্তরকামী মানুষদের জন্য প্রথম স্কুল। মূলত শিক্ষা ও বৃত্তিমূলক প্রশিক্ষণ দেবে লাহোরের ‘জেন্ডার গার্ডিয়ান স্কুল’ নামের এই শিক্ষা প্রতিষ্ঠানটি।
এক্সপ্লোরিং ফিউচার ফাউন্ডেশন (ইএফএফ) নামের একটি এনজিও এই স্কুল চালু করেছে। ইএফএফ এই ধরণের উদ্যোগ প্রথম নিলো বলে জানা গিয়েছে। এনজিওটির পক্ষ থেকে মোহজাহ তারিক জানান, স্কুলে যে রূপান্তরকামীরা ভর্তি হয়েছেন তাঁদের স্কিল- বেসড ট্রেনিং দেওয়া হবে। ডন-এর রিপোর্ট অনুযায়ী, ২০১৭ সালে পাকিস্তানে রূপান্তরকামীদের সংখ্যা ১০,৪১৮।
স্কুলের মালিক আসিফ শাহজাদ জানান, এই স্কুলে ভর্তি হওয়ার জন্য এখনও পর্যন্ত ৩০ জন নাম লিখিয়েছেন। তিনি জানান, ২০১৬ সালে ইন্দোনেশিয়াতে একটি রূপান্তরকামীদের স্কুলে বোমা বিস্ফোরণের ঘটনা তাঁর মনকে নাড়িয়ে দিয়েছিলো। এর পর থেকে তিনি রূপান্তরকামীদের শিক্ষিত করে মূল ধারায় ফিরিয়ে আনার কাজে নেমে পড়েন।
প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে কলেজ পর্যন্ত ১২ বছর পড়াশোনার সুযোগ পাওয়া যাবে এখানে। শুধু তাই নয়, রান্না, ফ্যাশন ডিজাইনিং, গ্রাফিক ডিজাইনিং এবং কসমেটিকসের মতো আটটি ক্ষেত্রে বৃত্তিমূলক প্রশিক্ষণের ব্যবস্থা আছে এখানে।
Be the first to comment