দেশের মেয়েদের সবার আগে বাঁচিয়ে রাখতে হবে। তবেই সফল হবে সরকারের “বেটি বাঁচাও, বেটি পড়াও” অভিযান। সম্প্রতি একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে একথাই বললেন বলিউড অভিনেত্রী শাবানা আজমি। অনুষ্ঠানে শাবানা আজমি ছাড়াও উপস্থিত ছিলেন জিতেন্দ্র, অমিত সাধ, ভূমি পেডনেকর, হুমা কুরেশি ও অনুপ জালোটা।
উল্লেখ্য, সোমবার কাঠুয়া গণধর্ষণকাণ্ডের প্রতিবাদ জানিয়ে শাবানা বলেন, একই সময়ে আমাদের দেশ এক এক শতকে বাস করছে। আমরা আঠারো, উনিশ, বিশ ও একবিংশ শতকে রয়েছি একই সময়ে। আর দেশের মহিলাদের সঙ্গে যা হচ্ছে, তার ফলে এটা স্পষ্ট হয়ে উঠছে। পাশাপাশি তিনি আরও জানান, আমাদের মেয়েরা নিজ নিজ ক্ষেত্রে সফল হয়েছে। নেতা বা শাসকের আসনেও বসেছে। কিন্তু, অন্যদিকে এমন সব খবর পড়তে বা শুনতে হচ্ছে যে, আমি ভাষা হারিয়ে ফেলেছি। সবাইকে একত্রিত হয়ে এর প্রতিবাদ করতে হবে। এমন ঘটনা যাতে আর না ঘটে তা নিশ্চিত করতে হবে। আমরা “বেটি বাঁচাও, বেটি পড়াও” নিয়ে কথা বলি। কিন্তু, তার আগে দেশের মেয়েদের তো বাঁচিয়ে রাখতে হবে।
Be the first to comment