কালবৈশাখীর দাপটে বিভিন্ন জায়গায় গাছ পড়ে শহর বিপর্যস্ত

Spread the love

গতকাল কালবৈশাখীর দাপটে কলকাতা তথা বাংলার বিভিন্ন জায়গায় গাছ পড়ে যোগাযোগ ব্যবস্থা ব্যহত হয়েছে। মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত।
পার্ক স্ট্রীটে গাছ পড়ে যানজট।
দমদম মেট্রো লাইনের উপর গাছ পড়ে বিপত্তি। ব্যাহত মেট্রো চলাচল। গিরিশ পার্ক থেকে কবি সুভাষ পর্যন্ত চলছে মেট্রো।
কাঁকুড়গাছি রেল ব্রীজে ট্রামের ওভারহেডে গাছ পড়ে তীব্র যানজট।
হাজরা রোডে দু জায়গায় গাছ পড়েছে। জল জমা হয়েছে। যানজটের সৃষ্টি হয়েছে।
শোভাবাজারে বস্তাপট্টিতে একটা লড়ির ওপর গাছ ভেঙে পড়েছে। এখনো ওই অবস্থায় রয়েছে। লড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত।
স্টার থিয়েটারের কাছে রাস্তায় গাছ পড়েছে। রাস্তা একপ্রকার বন্ধ।
ফেয়ারলী প্লেসের সামনে দুটি গাছ পড়েছে।
ডন বস্কোর সামনে গাছ উপড়ে পড়েছে।
বাঙ্গুর বিজন সেতুর পাশে ল্যাম্প পোস্ট পড়ে রাস্তা ঘেটে গেছে।
সল্টলেক AMRI সামনে গাছ পড়ে রাস্তা বন্ধ
ভিক্টোরিয়ার পশ্চিম দিকের রাস্তায় অনেক গাছ পড়েছ।
কর্পোরেশন কন্ট্রোলের হিসাব অনুযায়ী কলকাতার বিভিন্ন জায়গায় ৪০টার বেশি গাছ ভেঙে পড়েছে।
কলকাতায় বিভিন্ন জায়গায় বৃষ্টি পড়েছে।
Rainfall
Alipore- 27.94 mm
Joka- 43.43 mm
New market – 26.92 mm
Ultadanga- 37.85 mm
Pamar bazar- 26.67mm
Dhapa – 62.48mm
Ballygunge- 30.99 mm

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*