প্রাক্তন মার্কিন ফার্স্ট লেডি বারবারা বুশ প্রয়াত। মঙ্গলবার,১৭ এপ্রিল, তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পারিবারিক মুখপাত্র জানান, দীর্ঘদিন ধরে হৃদরোগ, ফুসফুস ও থাইরয়েডের অসুখে ভুগছিলেন প্রাক্তন এই মার্কিন ফার্স্ট লেডি। বেশ কিছুদিন হাসপাতালেও ভর্তি ছিলেন তিনি। তবে শেষ দিকে চিকিৎসা বন্ধ করে পরিবারের সাথে সময় কাটানোর সিদ্ধান্ত নেন তিনি।
বারবারা বুশের স্বামী জর্জ এইচ ডব্লিউ বুশ ছিলেন যুক্তরাষ্ট্রের ৪১তম প্রেসিডেন্ট; আর ছেলে জর্জ ডব্লিউ বুশ দেশটির ৪৩তম প্রেসিডেন্ট। রয়টার্স জানিয়েছে, বুশ পরিবারের পক্ষ থেকে মঙ্গলবার এক বিবৃতিতে বারবারার মৃত্যুর খবর জানানো হয়। তার বয়স হয়েছিল ৯২ বছর। ফুসফুস ও হৃদযন্ত্রের জটিলতায় আক্রান্ত বারবারা বুশের শারীরিক অবস্থা গত কিছুদিন ধরেই খারাপের দিকে যাচ্ছিল। তাঁর মৃত্যুর পর ছেলে জর্জ ডব্লিউ বুশ এক বিবৃতিতে বলেছেন, বারবারা বুশ ছিলেন অসাধারণ একজন ফার্স্ট লেডি, তার জায়গায় তিনি ছিলেন অনন্য।
বারবারা বুশের মৃত্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্ট লেডি মিশেল ওবামা এবং বিল ক্লিনটন ও হিলারি ক্লিনটনও শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন। বিবিসি সূত্রে খবর, ফার্স্ট লেডি হিসেবে কেবল রাষ্ট্রনেতার স্ত্রীর ভূমিকাতেই নিজেকে আটকে রাখেননি বারবারা বুশ। নিজের নামে ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে তিনি অনগ্রসর শ্রেণীর মানুষের মধ্যে সাক্ষরতা ছড়িয়ে দিতে কাজ শুরু করেছিলেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে কেবল বারবারা বুশই জীবিত অবস্থায় স্বামী ও সন্তানকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে দেখেছেন।
Be the first to comment