বিমানের ইঞ্জিন বিস্ফোরণ, জানালা ভেঙে যাত্রীর মৃত্যু

Spread the love

নিউ ইয়র্কের লা গার্ডিয়া এয়ারপোর্ট থেকে ডালাসের দিকে যাওয়া বোয়িং ৭৩৭-৭০০ মডেলের উড়োজাহাজটিতে তখন ১৪৩ জন যাত্রী ও পাঁচজন ক্রু ছিল। সাউথওয়েস্ট এয়ারলাইন্সের ১৩৮০ ফ্লাইটটিতে আচমকাই ঘটল বিপত্তি। বিমানটির একটি ইঞ্জিন মাঝ আকাশেই সশব্দে ফেটে গেল।

প্রত্যক্ষদর্শীরা জানান, উড়ান শুরুর কিছুক্ষণের মধ্যেই বিমানের বাম দিকের ইঞ্জিনে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় উড়ে যায় একটি কাচের জানলা। বিমানের ভিতর থেকে উড়ে বেরোতে থাকে যাবতীয় আলগা সরঞ্জাম। বাতাসের তীব্র গতি জানলায় টেনে নেয় এক প্রবীণ মহিলাকে। আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে।

১৫ মিনিটের মধ্যে বোয়িং ৭৩৭ বিমানটিকে ফিলাদেলফিয়া বিমানবন্দরে অবতরণ করান পাইলট। ফিলাদেলফিয়া ফায়ার ডিপার্টমেন্টের তরফে জানানো হয়েছে, বিমান অবতরণের পর ৮ জন যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। এদের মধ্যে ১ জনের অবস্থা ছিল গুরুতর। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।

সেখানকার ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) জানিয়েছে, প্রাথমিক তদন্তে জানা গেছে ইঞ্জিনের একটি ফ্যান খুঁজে পাওয়া যাচ্ছিলো না, আর সেই স্থানের মেটালগুলো কাজ করছিল না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*