গতকাল মুম্বাই ইন্ডিয়ানসের কাছে হেরে যাওয়ার পর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলি এই হারের জন্য তাঁর দলের ব্যাটিংকেই দায়ী করছেন। নিজে ৬২ বলে ৯২ রান করেছেন কিন্তু দল জেতেনি। দলের পারফরম্যান্সে তিনি অসন্তুষ্ট। অন্যদিকে পরপর তিনটে ক্লোস ম্যাচ হারার পর মুম্বাই ইন্ডিয়ানস নিজেদের ঘরের মাঠ ওয়াংখেড়েতে জিতেছে। জয়ের পিছনে অনবদ্য অবদান অধিনায়ক রোহিত শর্মা। গতকাল বিধ্বংসী মেজাজে ব্যাট করে রোহিত শর্মা ৫২ বলে ৯৪ রান করেন। এছাড়াও লিউসের সাথে গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়ে দলকে ২০০ রানের গণ্ডি টপকান। বিরাট কোহলি গতকালে ৯২ রান করার পর এর মধ্যে আইপিএলে সর্বোচ্চ রান করে অরেঞ্জ ক্যাপের দাবিদার হন। কিন্তু অরেঞ্জ ক্যাপ নিতে অস্বীকার করেন।
নিজের দলের পারফরম্যান্সে একেবারেই খুশি না হয়ে রোহিতদের খেলার প্রশংসা শোনা গিয়েছে বিরাটের মুখে। পাশাপাশি ম্যাচ হারার জন্য দলের ব্যাটিংকেই দায়ী করছেন তিনি। বলেন, “কয়েকটা ভাল পার্টনারশিপই আমাদের ম্যাচ জেতাতে পারত। ৪০-৪৫ নয়, ৮০-৮৫ রানের পার্টনারশিপের প্রয়োজন ছিল আমাদের। কিন্তু, সব কৃতিত্ব মুম্বইয়ের। ওরা ভাল বল করেছে”, ম্যাচ পরবর্তী অনুষ্ঠানে এমনটাই জানিয়েছেন বিরাট কোহলি।
ফাইল ছবি
Be the first to comment