মেয়েদের নয়, ছেলেদেরও প্রশ্ন করুন৷ যাঁরা ধর্ষণ করে তাঁরা কারও সন্তান ৷ এটা পুরো দেশের জন্য চিন্তার বিষয়। কোনও রাজনীতির রঙ দেখে হয় না৷ ধর্ষণের ঘটনা লজ্জাজনক। বুধবার লন্ডনের ওয়েস্টমিনস্টার হলে ‘ভারত কি বাত, সবকে সাথ’ অনুষ্ঠানে এমনই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রসঙ্গত, কাঠুয়া ও উন্নাও গণধর্ষণ প্রসঙ্গে কিছুদিন আগেই ঘটনায় জড়িতদের কঠিন শাস্তি দেওয়ার কথা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী স্বয়ং। আর আজ লন্ডনে এসে ধর্ষকদের উদ্দেশ্যেই একাধিক প্রশ্ন ছুঁড়ে দেন নমো।
তবে শুধু কাঠুয়া বা উন্নাও নয়। এদিন মোদীর কথায় উঠে আসে বিভিন্ন প্রসঙ্গ। তিনি বলেন ভুল হলেও আমার উদ্দেশ্য অসৎ নয় ৷ আপনাদের মতো আমারও ভুল হয় ৷ আমিও আপনাদের মতো সামান্য নাগরিক ৷ আমার পুঁজি কঠোর পরিশ্রম ৷ কারও মতো আমার বংশপরিচয় নেই। তবে বংশপরিচয়ের প্রসঙ্গ তুলে মোদী যে গান্ধী পরিবারেরই উদাহরন টানলেন তা পরিষ্কার। উল্লেখ্য, মোদীর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথম দিন থেকেই বিরোধীরা মোদীর পরিবার পরিজন নিয়ে কম খোঁচা দেন নি। তাই এদিন প্রধানমন্ত্রী বংশপরিচয়ের কথা তুলে বিরোধীদের যে পাল্টা দিলেন তা আর বলার অবকাশ রাখে না।
পাশাপাশি এদিন প্রধানমন্ত্রী মোদী আরও জানান, দেশ আমার, সরকার আমার ৷ উন্নয়নকে জন আন্দোলনের রূপ দিতে চাই ৷ মহাত্মা গান্ধি জন আন্দোলন শুরু করেন ৷ সকলের জন্য কাজ করলে হতাশা আসে না ৷ প্রত্যাশা আছে বলেই ভরসা আছে ৷ দেশবাসী ভাবেননি এত দ্রুত কাজ সম্ভব ৷ তাই অস্থিরতা আমার কাছে খারাপ নয় ৷ আমাদের থেকে মানুষ প্রত্যাশা করে ৷ অস্থিরতা তারুণ্যের ইঙ্গিত ৷ নতুন কিছু করার লক্ষ্যই জীবন ৷ প্রত্যেক অবস্থায় নতুন কিছু করাই লক্ষ্য ৷ সন্তুষ্ট হয়ে গেলেই জীবন থেমে যায়। তিনি জানাতে ভোলেন নি যে, ১০০ কোটি দেশবাসীর উপর ভরসা আছে ৷ একা দেশ বদলানোর কথা তিনি কখনই ভাবেননি।
এছাড়াও নমোর এদিনের বক্তব্যে উঠে আসে তাঁর চা বিক্রির প্রসঙ্গও। তিনি বলেন, গণতন্ত্রে দেশবাসী ভগবানের সমান। তাঁরা চাইলে একজন চাওয়ালাকেও তাদের প্রতিনিধি বানাতে পারেন। তাকে অভিজাত মহলেও পৌঁছে দিতে পারেন।
Be the first to comment