মাসানুর রহমান –
বৈশাখের সন্ধ্যে মানেই কালবৈশাখী আর সেই প্রাকৃতিক দুর্যোগ নিয়ে সতর্ক রাজ্য সরকার। রাজ্য প্রশাসনের সদর দপ্তর থেকে রাস্তায় নেমে কাজ করার নির্দেশ দেওয়ার হয়েছে সরকারি কর্মীদের। নবান্নের কন্ট্রোল রুম থেকেও নজরদারির কথা জানানো হয়েছে।
কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত জেলাগুলির বর্তমান অবস্থা জানতে জেলাশাসকদের কাছে রিপোর্ট তলব করেছেন মুখ্যমন্ত্রী। নবান্নের তরফে কুইক রেসপন্স টিমগুলিকে সতর্ক করা হয়েছে। দুর্যোগের পর সেই সতর্কতা আরও জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ দেওয়া হয়েছে রাস্তায় নেমে কাজ করারও। আর সেটাই করা হচ্ছে।
সাধারণ মানুষের প্রতিটা অসুবিধার দিকে সমান দৃষ্টি রাখতে সচেষ্ট রাজ্য সরকার। এত ঋণের বোঝা নিয়েও সাধারণ মানুষের অসুবিধা ও সমস্যায় হাত বাড়িয়ে দিলো রাজ্য সরকার আবারও। দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ ও যেসব বাড়ি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো সারানোর কথা ঘোষণা করা হয়েছে কলকাতা পুরসভার তরফ থেকে।
Be the first to comment