মাসানুর রহমান –
বাংলা ফসল বীমা যোজনা শুরু হয় ২০১৬ খারিফ মরশুম থেকে। এ রাজ্যে একমাত্র আখ ও আলুর চাষের বীমার প্রিমিয়াম যা মাত্র ৪.৮৫ শতাংশ, অন্য সমস্ত ফসলের বীমার পুরো প্রিমিয়াম সরকার দিয়ে থাকে। এ ছাড়া চাষের প্রক্রিয়া চয়ালাকালিন কোনও ভাবে ফসল নষ্ট হলেও চাষিরা বীমার রাশি পেয়ে থাকেন নথিভুক্ত ফসলের ক্ষেত্রে।
২০১৬ ও ২০১৭ সালের খারিফ মরশুমে নথিভুক্ত ফসল ছিল পাট, আউস ধান, আমন ধান, ভুট্টা। রবি মরশুমে নথিভুক্ত ফসল ছিল বোরো ধান, গম, সামার মেজ, গ্রাম, মসূর, মুগ ডাল, শর্ষে, তিল, সামার গ্রাউন্ড নাট, আখ ও আলু। ২০১৭-১৮ রবি মরশুমের কাজ হয়ে গেছে, এবং খারিফ মরশুমের জন্য টেন্ডার প্রক্রিয়া চলছে। ২০১৫ সালের খারিফ মরশুমের তুলনায় ২০১৬ সালের খারিফ মরশুমে বীমা রাশির পরিমান প্রায় তিনগুণ করা হয়েছে।
Be the first to comment