স্পেনের সেরা ক্লাবের একটি রিয়াল মাদ্রিদ। অথচ নিজের দেশে তাদের সময়টা ভালো যাচ্ছে না। ঘরের মাঠে হারতে হারতে শেষ পর্যন্ত সমতা ফিরিয়ে মাঠ ছাড়ল রিয়াল মাদ্রিদ। অ্যাথলেটিকো ক্লাবের বিরুদ্ধে ম্যাচের ১৪ মিনিটেই পিছিয়ে পড়ে রিয়াল মাদ্রিদ। প্রথমার্ধের গোল করে অ্যাথলেটিকো ক্লাবকে এগিয়ে নেন ইনাকি উইলিয়াম। রিয়াল চেষ্টা করেছে সমতায় ফেরানোর। পুরো ম্যাচে ৬৬ শতাংশ বল পায়ে নিয়ে খেলেছে। গোলের লক্ষ্যে আক্রমণ করেছে ১০ বার। সেখানে বিপক্ষ দলের গোল মুখে আক্রমণ সাকুল্যে দুটি। এর একটি গোল হয়েছে। ম্যাচের দ্বিতীয়ার্ধেও বল ধরে খেলেছে রিয়াল। কাঙ্ক্ষিত গোলটি পায় ৮৭ মিনিটে। লুকা মদ্রিচের পাস থেকে ২০ গজ দূর থেকে লক্ষ্যভেদ করে সমতা নিশ্চিত করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তবে এই ম্যাচের নায়ক অ্যাথলেটিকোর গোলরক্ষক কেপা। তিনি দারুণ সব সেভ করে রিয়ালকে জয় বঞ্জিত করেছেন।
ফাইল ছবি
Be the first to comment