মুকেশ আম্বানি
জন্মঃ ১৯ এপ্রিল ১৯৫৭
তিনি ভারতবর্ষের একজন বিখ্যাত ব্যবসায়ী। তিনি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক এবং বৃহৎ শেয়ারের মালিক। রিলায়েন্স ফরচুন গ্লোবাল ৫০০ কোম্পানির একটি এবং বাজার মূল্যের দিক থেকে ভারতের সবচেয়ে মূল্যবান কোম্পানি।তিনি এই কোম্পানির ৪৪.৭% শেয়ারের মালিক। রিলায়েন্স মূলত শোধন, পেট্রোকেমিক্যাল, এবং তেল ও গ্যাস নিয়ে কাজ করে। রিলায়েন্সের অঙ্গ প্রতিষ্ঠান রিলায়েন্স রিটেল লিমিটেড, ভারতের বৃহত্তম খুচরা বিক্রেতা।
রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।
আরসাদ ওয়ারসি
জন্মঃ ১৯ এপ্রিল, ১৯৬৮
তিনি একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা। তেরে মেরে স্বপনে ছবির মধ্য দিয়ে তিনি প্রথম চলচ্চিত্র জগতে পা রাখেন। লাগে রাহো মুন্নাভাই, মুন্নাভাই এম.বি.বি.এস, গোলমাল ইত্যাদি ছবিতে তিনি অনবদ্য অভিনয় করেছেন।
রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।
আঞ্জু ববি জর্জ
জন্মঃ ১৯ এপ্রিল, ১৯৭৭
তিনি একজন ভারতীয় অ্যাথেলেটিক্স। ২০০৩ সালে প্যারিসে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ানশিপে তিনি দেশের হয়ে লঙ জাম্পে ব্রোঞ্জ জিতে ইতিহাস তৈরী করেন। আই.এ.এ.এফ ২০০৫ অ্যাথেলেটিক্স ফাইনালে তিনি সোনা জেতেন। ২০০২ সালে তিনি অর্জুন সম্মানে সম্মানিত হন।
রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।
মারিয়া ইয়ুরেভনা শারাপোভা
জন্ম: এপ্রিল ১৯, ১৯৮৭
তিনি পেশাদার রাশিয়ান টেনিস খেলোয়াড়। এবং চারবারের গ্র্যান্ড স্ল্যাম সিঙ্গেলস চ্যাম্পিয়ন ও তিনবারের রানার আপ। ২১ মে, ২০১২ এর হালনাগাদ অনুসারে, তাঁর র্যাংকিং ২ নম্বরে ছিল।
রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।
তথ্য সংগ্রহে – মাসানুর রহমান
Be the first to comment