তপন মল্লিক চৌধুরী
মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার একটি পরিত্যক্ত শহর সেন্ট্রালিয়ার । সেন্ট্রালিয়ার একটি কয়লাখনির গ্যাসের আগুন বিগত ৫৩ বছর ধরে জ্বলছে। সাইলেন্ট হিল। ভয়ংকর এই ভিডিও গেম এবং চলচ্চিত্রের নাম শুনেছে অনেকেই। অনেকটা আপেক্ষিক মনে হতেই পারে। কিন্তু যখন আপনি জানবেন যে একই ধরনের আগুন অস্ট্রেলিয়ার একটি জায়গায় ৬ হাজার বছর ধরে জ্বলছে তখন সেটাকে আর আপেক্ষিক মনে হবে না! ইউরোপীয় মহাদেশ আবিষ্কারের আগে থেকে এই আগুন জ্বলছে!
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস এর মাউন্ট উইংগেন অর্থাৎ বার্নিং মাউন্টেনের ভূ-অভ্যন্তরে প্রথম কিভাবে এই আগুনের সৃষ্টি হয়েছিল তা জানা সম্ভব হয়নি। তবে ওই অঞ্চলের ঐতিহাসিক সম্প্রদায় ওয়ানারুয়াহ এর লোকজনের মতামত অনুসারে, আদিবাসী মানুষেরা হাজার হাজার বছর ধরে তাদের উষ্ণতার জন্য, রান্না-বান্নার জন্য এবং যন্ত্রপাতি তৈরির জন্য এই আগুণ ব্যবহার করে আসছে।
Be the first to comment