এবারের আইপিএলে কোনো ফ্রাঞ্চাইজী তাঁকে দলে নেননি। যার ফলে এই আইপিএলের ভরা মরসুমে তাঁকে কোনো দলের হয়ে বল করতে দেখা যায়নি। সেই ইশান্ত শর্মা এখন ইংল্যান্ডের কাউন্টিতে খেলছেন। শুধু খেলছেন বললে ভুল বলা হয়ে দুরন্ত পারফর্ম করছেন কাউন্টিতে। ভারতীয় এই পেস বোলার তাঁর প্রথম ম্যাচে ৫ উইকেট দখল করেছেন। ইশান্ত সাসেস্কের হয়ে খেলছেন। ইয়র্কশায়ারের বিরুদ্ধে তিনি ৫ উইকেট দখক করে জুলাই আগস্টে ভারতীয় দলের টেস্ট দলে নিজের জাউগা মজবুত করে নিলেন। সাসেস্কের দুজন ক্রিকেটার ক্রিস জর্ডন এবং জেফ্রো আর্চার এই মুহুর্তে আইপিএল খেলছেন। তাই তিনি সুযোগ পেয়েছেন খেলার এবং ভালো পারফর্ম করেছেন। ইশান্ত প্রথম ইনিংসে ৫৩ রানে ৩ উইকেট এবং দ্বিতীয় ইনিংসে ১৬ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন।
ইশান্ত কাউন্টি চ্যাম্পিয়নশিপে সাসেক্সের হয়ে ৫টি ম্যাচ খেলবেন। তারপর একদিনের কটা ম্যাচও খেলবেন। ইংল্যান্ড সফর শুরু হওয়ার আগে ভারতীয় ক্রিকেট বোর্ড কিছু ক্রিকেটারকে ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলার অনুমতি দিয়েছিল। ইশান্ত ছাড়াও ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি যাবেন কাউন্টি খেলতে। এছাড়াও ভারতীয় টেস্ট দলের নির্ভরযোগ্য ক্রিকেটার চেতেশ্বর পুজারারও কাউন্টিতে খেলার অনুভব আছে।
Be the first to comment