বিশেষ সংবাদদাতা –
কাবুল: আফগানিস্তানের রাজধানী কাবুলে গত ২৪ ঘন্টায় বিমান ও স্থলপথে হামলা চালিয়ে ৩১ জনকে খতম করা সম্ভব হয়েছে বলে জানা গিয়েছে৷ এই খবরের সত্যতা স্বীকার করেছে আফগান প্রতিরক্ষা মন্ত্রক৷ বিমান ও স্থলপথে হানায় খতম করা হয় এই জঙ্গিদের৷ জখম হয়েছে আরও ৩৭ জন৷
প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র জেনারেল মোহাম্মদ রাদমানিশ জানিয়েছেন নেজরাব জেলাযতেই ১১জন জঙ্গির মৃত্যু হয়৷ এছাড়াও ২৪টি মাটিতে পোঁতা মাইন নিষ্ক্রীয় করেছে আফগান সেনা৷
সেনাসূত্রে খবর, জঙ্গিদের গোপন ঘাঁটিগুলিকে গুঁড়িয়ে দেওয়া সম্ভব হয়, উদ্ধার হয় বিপুল পরিমাণে অস্ত্র। ৮টি প্রদেশে মোট ১৪বার সেনা অভিযান চলে। আফগান বায়ুসেনার ৯৩টি যুদ্ধবিমান এই অভিযানে কাজে লাগানো হয় বলে খবর। তবে সেনার তরফে কত ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায়নি।
আনানগারহার, লাঘমান, গজনী, নুরিস্তান, উরুগান, হেরাট, ফারইয়াব ও জয়জ্জান প্রদেশগুলিতে টানা ২৪ ঘন্টা ধরে সেনা অভিযান চলে। এরআগে, ফেব্রুয়ারির প্রথম দিকে জঙ্গি দমনে বড়সড় সাফল্য পায় আফগানিস্তান সেনা। ২৪ ঘন্টায় আফগানিস্তানের ৮টি প্রদেশে সেনা অভিযানে কমপক্ষে ৭৬ জন জঙ্গিকে নিকেশ করা হয়৷
আফগান ন্যাশনাল ডিফেন্স ও সিকিওরিটি ফোর্সের অভিযানে এই জঙ্গিদের নিকেশ করা হয়৷ সেদেশের স্বরাষ্ট্রমন্ত্রক এই ঘটনার সত্যতা স্বীকার করে। ৭৬ জন জঙ্গির মধ্যে অন্তত, তিনজন তালিবান কমান্ডার ছিল বলে খবর। সেনা সূত্রে তাদের নামও জানা যায়৷ এহসানুল্লাহ, হায়দার ও কোয়াহরামান নামে ওই তিন তালিবান কমান্ডারের পরিচয় জানতে পারে আফগান সেনা। অভিযান চলাকালীন প্রায় ১৪ জন জঙ্গি সেনার হাতে ধরা পড়ে।
Be the first to comment