ভারতের পতাকা পোড়াল খলিস্তানিপন্থীরা

Spread the love

বিশেষ সংবাদদাতা –
ওয়েস্টমিনিস্টারের পার্লামেন্ট স্কোয়ারে ভারতের পতাকা পোড়াল পাকিস্তান মদতপুষ্ট খলিস্তানপন্থীরা৷ অভিযোগ লন্ডন পুলিশের সামনেই এই ঘৃণ্য ঘটনা ঘটে৷ তবে পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি৷
এই ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন বেশ কয়েকজন ভারতীয় সমাজকর্মী৷ তাদের চোখের সামনে ভারতের পতাকা পোড়ানো হলেও, কেন কোনও ব্যবস্থা নেওয়া হয়নি, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা৷ এখানেই শেষ নয়৷ ভারতের পতাকা নামিয়ে তার জায়গায় পাক অধিকৃত কাশ্মীর ও খলিস্তানি প্রতীকের পতাকা লাগিয়ে দেওয়া হয়৷
গোটা ঘটনাটির ভিডিও প্রকাশ করা হয়েছে৷ সাহেব নামে এক খলিস্তান পন্থী এই পতাকা বদলের কাজটি করে বলে চিহ্নিত করা গিয়েছে৷ প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন লন্ডনে৷ বুধবার ওয়েস্টমিনিস্টারে প্রবাসী ভারতীয়দের সামনে নিজের বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী৷ এছাড়াও, কমনওয়েলথ দেশগুলির রাষ্ট্রপ্রধানদের সঙ্গে দেখা করার কথা রয়েছে তাঁর৷
এরই মাঝে এই ধরণের ঘটনায় যথেষ্ট চিন্তিত প্রবাসী ভারতীয়রা৷ ব্রিটেন যতদিন না এই ধরণের ঘটনার প্রতিবাদ জানাবে, ততদিন তা থামবে না বলে মত দিয়েছেন তাঁরা৷ প্রবাসী সমাজকর্মীরা দাবি তুলেছেন পাকিস্তানকে ব্রিটেনের পক্ষ থেকে কূটনৈতিক দিক থেকে চাপ দেওয়া হোক৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*