স্টেডিয়াম সংস্কারের জন্য অর্থ সাহায্যে বিশ্ব একাদশের সাথে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট ম্যাচ

Spread the love

আগামী ৩১ মে লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বিশ্ব একাদশ। এই ম্যাচে বিশ্ব একাদশের হয়ে অধিনায়কত্ব করবেন ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে ইংল্যান্ড দলের অধিনায়ক ইয়ন মর্গান। বৃহস্পতিবার বিশ্ব একাদশের জন্য আরও তিন ক্রিকেটারের নাম ঘোষণা করেছে আইসিসি। এই তিন ক্রিকেটার হলেন পাকিস্তানের শহীদ আফ্রিদি ও শোয়েব মালিক। অপর ক্রিকেটার হলেন শ্রীলঙ্কার থিসারা পেরেরা। তিনজনই অলরাউন্ডার।
গত বছর ওয়েস্ট ইন্ডিজের কয়েকটি স্টেডিয়াম ঘূর্ণঝড় ইরমা ও মারিয়ার আঘাতে ভীষণভাবে ক্ষতিগ্রস্থ হয়। এসব স্টেডিয়ামের সংস্কার কাজের জন্য প্রচুর অর্থের প্রয়োজন। সেজন্যই ওয়েস্ট ইন্ডিজের সাথে বিশ্ব একাদশের একটি টি-টোয়েন্টি ম্যাচটির আয়োজন করা হয়েছে। এই ম্যাচ থেকে যে অর্থ আয় হবে তা ওয়েস্ট ইন্ডিজের ক্ষতিগ্রস্থ স্টেডিয়াম সংস্কারের কাজে ব্যয় করা হবে।
এই ম্যাচটির জন্য ওয়েস্ট ইন্ডিজ তাদের দল ঘোষণা করেছে। ম্যাচটিতে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক হয়েছেন কার্লোস ব্র্যাথওয়েট। দলে ফিরেছেন দু বছর নির্বাসনে থাকা ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার আন্দ্রে রাসেল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*