ইতালিয়ান লিগে শীর্ষে থাকলেও হোঁচট খেলো জুভেন্তাস

Spread the love

ইতালিয়ান লিগে শীর্ষে থাকলেও হোঁচট খেলো জুভেন্তাস। বুধবার পয়েন্ট তালিকার নিচের দিকের দল ক্রোটনের বিরুদ্ধে এগিয়ে থেকেও ১-১ গোলে ড্র করে তারা। আর এ ড্রয়ের জন্য জমে গেলো ইতলী লিগে চ্যাম্পিয়ান হওয়ার লড়াই। চলতি লীগে ৩৩ ম্যাচে ৮৫ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে জুভেন্টাস। এদিন আরেকটি ম্যাচে উদিনেসকে ৪-২ গোলে হারিয়ে নেপোলি ৮১ পয়েন্ট নিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে। আর দিনের আরেক ম্যাচে জেনোয়াকে ২-১ গোলে হারানো রোমার পয়েন্ট ৬৪।
চলতি লীগে বাকি রয়েছে আরও পাঁচ ম্যাচ। আগামী শনিবার লীগে নিজেদের মাঠে নেপোলির মুখোমুখি হবে জুভেন্তাস। এই ম্যাচ জিতলেই টানা সাতবার চ্যাম্পিয়ান হওয়ার পথে অনেকটাই এগিয়ে যাবে জুভেন্তাস। যদিও লিগেতে দুই দলের প্রথম দেখায় ১-০ গোলে হারে নেপোলি। আর এই ম্যাচে নেপোলি জয় পেলে দুই দলের ব্যবধান দাঁড়াবে মাত্র ১ পয়েন্টে। লিগে নেপোলি ছাড়াও জুভেন্তাসের ম্যাচ রয়েছে রোমা ও ইন্টারমিলানের মতো দলের বিরুদ্ধে। অন্য দিকে তোরিনো, সাম্পদোরিয়া ও ক্রোটনের বিরুদ্ধে খেলবে নাপোলি। চলতি লীগে এখন পর্যন্ত সবক’টি ম্যাচে অপরাজিত রয়েছে জুভেন্তাস।
বুধবার নেপোলির মাঠে ম্যাচের ১৬তম মিনিটে গোল করে জুভেন্তাসকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার আলেক্স সান্দ্রো। পরে ৬৫তম মিনিটে দূরপাল্লার এক শটে ক্রোটনের সমতা সূচক গোলটি করেন নাইজেরিয়ান ফরোয়ার্ড সিমিওন ওয়ানকো।

ফাইল ছবি

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*