আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের ডাক্তার হোমেরো ডি’অগোস্তিনো বিশ্বকাপের আগে সার্জিও আগুয়েরোর ১০০% ফিটনেস নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন। তিনি মনে করেন হাঁটুর আঘাত থেকে পুরোপুরি সেরে উঠতে আগুয়েরো পর্যাপ্ত সময় পাবেন না বলে। গত মঙ্গলবার বার্সেলোনায় আগুয়েরোর বাম হাঁটুতে অস্ত্রোপচার করানো হয়। কমপক্ষে চার থেকে পাঁচ সপ্তাহ তাকে মাঠের বাইরে থাকতে হবে। রাশিয়ায় আগামী ১৬ই জুন বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচ আইসল্যান্ডের বিপক্ষে। প্রায় দু’মাস সময় পাচ্ছেন ম্যানচেস্টার সিটির তারকা ফুটবলার আগুয়েরো। বিশ্বকাপের সময় আগুয়েরো সেরা ফিটনেস ফিরে পাবেন কিনা সেটিই এখন বড় প্রশ্ন। সেই সম্ভাবনা দেখছেন না ডি’অগোস্তিনো।
সমর্থকদের আশ্বস্ত করে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) টুইট, অস্ত্রোপচার সফল ভাবে হওয়ার পর আগুয়েরোর সেরে ওঠার প্রক্রিয়া সঠিকভাবে চলছে। চলতি মরসুমে প্রিমিয়ার লীগ চ্যাম্পিয়ন ম্যানচেষ্টার সিটির জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩০ গোল করেছেন তিনি। প্রথমবারের মতো ইংলিশ প্রিমিয়ার লীগের বর্ষসেরা দলেও জায়গা করে নিয়েছেন আগুয়েরো। তবে সবকিছুর উর্দ্ধে আগুয়েরোর আসল লড়াই এখন বিশ্বকাপের আগে ১০০% ফিটনেস ফিরে পাওয়া।
ফাইল ছবি
Be the first to comment