ছবি সৌজন্যে- (এএনআই)
অন্ধ্রপ্রদেশের স্পেশাল স্টেটাসের দাবিতে শুক্রবার অনশনে বসলেন মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। ইন্দিরা গান্ধি স্টেডিয়ামে আজ সকালে অনশন শুরু করেন তিনি। যা চলবে সন্ধে ৭টা পর্যন্ত। এদিন চন্দ্রবাবুর জন্মদিন। কিন্তু, রাজ্যের অধিকারের দাবিতে এই দিনটিতেই অনশন পালনের কথা আগেই জানিয়েছিলেন তিনি।
জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী এই অনশনের নাম দিয়েছেন ন্যায়ের দাবিতে লড়াই। চন্দ্রবাবু নাইডু ছাড়াও রাজ্য মন্ত্রিসভার অন্য সদস্যরাও অংশ নেন এই অনশনে। এবারের কেন্দ্রীয় বাজেটই ছিল বর্তমান সরকারের শেষ বাজেট। কিন্তু, এই বাজেটেও অন্ধ্রপ্রদেশের স্টেশাল স্টেটাস নিয়ে কিছু ঘোষণা করেনি কেন্দ্র। তারপরই কেন্দ্রের সঙ্গে জোটে ইতি টানে তেলুগু দেশম পার্টি।
চন্দ্রবাবুর এই অনশনকে সমর্থন জানিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে বলেন, আমি অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর ৫ কোটি মানুষের জন্য একদিনের অনশন কর্মসূচীকে সমর্থন করি।
Be the first to comment