নারোদা পাটিয়া হিংসা মামলায় রেহাই পেলেন মায়া কোদনানি

Spread the love

গুজরাটের নারোদা পাটিয়া হিংসা মামলায় রেহাই পেলেন প্রাক্তন মন্ত্রী মায়া কোদনানি। তবে বহাল রাখা হয়েছে বজরং দলের নেতা বাবু বজরঙ্গির সাজা। শুক্রবার মামলার রায় জানালো গুজরাট হাইকোর্ট। জানা গিয়েছে, ২০১২ সালে সিটের বিশেষ আদালত ৩১ জনের যাবজ্জীবন সাজা ঘোষণা করে। মায়া কোদনানির ২৮ বছর কারাদণ্ড এবং বাবু বজরঙ্গির আমৃত্যু যাবজ্জীবনের সাজা ঘোষণা করা হয়। এছাড়াও ৭ জন অভিযুক্তকে ২১ বছরের যাবজ্জীবন এবং বাকিদের ১৪ বছরের যাবজ্জীবন সাজা দেওয়া হয়। সিটের বিশেষ আদালতের এই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হন অভিযুক্তরা। 

উল্লেখ্য, ২০০২ সালের ২৭ ফেব্রুয়ারি গোধরা স্টেশনে সবরমতী এক্সপ্রেসের কোচে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় প্রায় ৫৮ জনের। ওই ঘটনার পরের দিন হিংসা ছড়ায় আহমেদাবাদের নারোদা পাটিয়া এলাকায়। মৃত্যু হয় ৯৭ জনের। উল্লেখ্য, ২০০২ সালে নারোদা পাটিয়া হিংসার ঘটনায় জড়িত থাকার অভিযোগ উঠলেও প্রথম থেকেই অভিযোগ অস্বীকার করেন তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*