বিশেষ প্রতিনিধি,
বেশ কিছু শর্ত মেনে ফের চালু হল পাকিস্তানের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল জিও টিভি। তবে তার আগে মধ্যস্থতা করতে হল পাকিস্তানের সেনার সঙ্গে। সেনার প্রতিনিধিদের সঙ্গে দীর্ঘ আলোচনার পরেই সম্প্রচার চালু করল জিও টিভি।
আগের মতো না হলেও, জিও টিভি পাকিস্তানের একটা বিস্তীর্ণ এলাকায় সম্প্রচারিত হচ্ছে৷ দেশের বড় বড় কেবল অপারেটরা ফের এই চ্যানেলের সম্প্রচার শুরু করেছে বলে খবর।
চ্যানেল সম্প্রচারের জন্য বেশ কিছু শর্ত মানতে হয়েছে চ্যানেল কর্তৃপক্ষকে। তার মধ্যে অন্যতম হল প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দুর্নীতি সংক্রান্ত কোনও খবর প্রকাশ করা যাবে না। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন ফের পিএমএল-এন দলটিকে ক্ষমতার কেন্দ্রে দেখতে চাইছে সেনা। তাই এই সিদ্ধান্ত৷ তবে এই সব শর্ত মেনেই চ্যানেলটি ফের চালু হয়েছে বলে খবর।
সামাজিক ও রাজনৈতিক বেশ কিছু বাধ্যবাধকতা মেনে জিও টিভি কাজ করবে বলে জানিয়ে দিয়েছে পাক সেনা। চলতি বছরের মার্চ মাসে পাকিস্তানের অন্যতম টেলিভিশন নেটওয়ার্ক জিও টিভির সম্প্রচার প্রায় বন্ধ করে দেওয়া হয়। প্রায় ৮০ শতাংশ এলাকায় চ্যানেলটির সম্প্রচার বন্ধ ছিল। এর পেছনে সেনাবাহিনীর হাত রয়েছে বলে অভিযোগ ওঠে।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আহসান ইকবাল বলেন, পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথোরিটি (পারমা) এবং তথ্য মন্ত্রক কেউই ওই টিভির সম্প্রচার বন্ধে কোনও নির্দেশ দেয়নি।
তবে জিও টিভি নেটওয়ার্কের প্রধান নির্বাহী মীর ইব্রাহিম রহমান বলেছেন, ‘আমাদের টিভির সম্প্রচার দেশের ৮০ শতাংশ এলাকায় বন্ধ রয়েছে।’ তবে এ জন্য কে বা কারা দায়ী তা নিয়ে তিনি কথা বলেননি। তার কথায় ইঙ্গিত ছিল সেনাবাহিনীর দিকেই।
Be the first to comment