উলটপুরাণ ঘটিয়ে পরমাণু পরীক্ষা স্থগিতের ঘোষণা কিমের

Spread the love

বিশেষ প্রতিনিধি,

চমক দিল উত্তর কোরিয়া ৷ উত্তর কোরিয়ার জাতীয় সংবাদ সংস্থা কেসিএনকে উদ্ধৃত করে বিবিসি জানিয়েছে, ২১ এপ্রিল থেকে উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষা ও আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধ থাকবে। উত্তর কোরিয়ার একনায়ক কিম জং উন জানিয়ে দিয়েছেন নিউক্লিয়ার এবং ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা আর করবে না তাঁর দেশ ৷

প্রসঙ্গত, কিম আগামী জুনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক বৈঠকের আয়োজন করতে চলেছেন বলে আশা করা হচ্ছে। যদি এটি ঘটে, তাহলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও উত্তর কোরীয় নেতার মধ্যে এটি প্রথম কোনো বৈঠক হবে।

কোরীয় উপদ্বীপে অর্থনৈতিক উন্নতি ও শান্তি বজায় রাখার লক্ষ্যে এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে বলে খবর। প্রসঙ্গত, বেশ কয়েক মাস ধরেই বিশ্বের নানা দেশের কাছে ভয়ের কারণ হয়ে দাঁড়াচ্ছিল কিমের আগ্রাসী মনোভাব ৷ তবে এই সিদ্ধান্ত সেই মনোভাবে বদলের ইঙ্গিত বলেই মনে করছে রাজনৈতিক মহল ৷

উল্লেখ্য, গত বছরের নভেম্বর মাসে একটি সফল আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। এটি যুক্তরাষ্ট্রের যে কোনো জায়গায় আঘাত হানতে সক্ষম। মূলত এ পরীক্ষার পর আন্তর্জাতিক চাপের মুখে পড়ে কিমের দেশ।

এদিকে, কিমের ঘোষণার পরপরই এক টুইট বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এটি উত্তর কোরিয়া এবং বিশ্বের কূটনৈতিক স্বাস্থ্যের জন্য বড় অগ্রগতি।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের এক মুখপাত্রও পিয়ংইয়ংয়ের এ পদক্ষেপকে ইতিবাচক বলে অ্যাখ্যা দিয়েছেন। এ ঘোষণা দুই দেশের আসন্ন শীর্ষ সম্মেলনে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করছে মুন জায়ে ইনের দফতর।

ফেব্রুয়ারিতে পিয়ংচ্যাংয়ে হওয়া শীতকালীন অলিম্পিককে কেন্দ্র করে উত্তর ও দক্ষিণের মধ্যে সম্পর্কের বরফ গলতে শুরু করে৷ তারপরেই ওয়াশিংটনকে ট্রাম্প-কিম বৈঠকের প্রস্তাব দেওয়া হয়।

প্রস্তাব গ্রহণ করে ট্রাম্প জুনের প্রথম দিকে কিংবা তারও আগে উত্তরের শীর্ষ নেতার সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিতে প্রশাসনকে নির্দেশ দেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*