আজ আইপিএলে ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সকে ৯ উইকেটে হারিয়ে দিলো কিংস ইলেভেন পাঞ্জাব। এদিন টসে জিতে পাঞ্জাব অধিনায়ক রবিচন্দ্রণ অশ্বিন কেকেআর কে ব্যাট করতে পাঠান। ২০ ওভারে কলকাতা ৭ উইকেটে ১৯১ রান সংগ্রহ করে। সর্বোচ্চ রান করেন ক্রিস লিন। লিন ৪১ বলে ৭৪ রান করে ৪টি ছক্কা ও ৯টি চার এর সাহায্যে। ভালো রান করেন রবিন উত্থাপা (৩৪): অধিনায়ক দিনেশ কার্তিক (৪৩)।
জবাবে পাঞ্জাব ব্যাট করতে নামে। শুরু থেকেই ঝড় তোলেন ক্রিস গেল এবং লোকেশ রাহুল। ৮.২ ওভারে যখন পাঞ্জাবের রান ৯৬ তখন ঝড়-বৃষ্টি শুরু হয়। বৃষ্টি থামলে আবার খেলা শুরু হয়। ডার্ক ওয়ার্থ লুইস সিস্টেমে পাঞ্জাবে টার্গেট হয় ১৩ ওভারে ১২৫। গেল এবং রাহুলের দাপটে পাঞ্জাব মাত্র ১১.১ ওভারে ১২৬ রান তুলে ম্যাচ জিতে নেয়। লোকেশ রাহুল ২৭ বলে ৬০ রান করে আউট হন আর ক্রিস গেল ৩৮ বলে ৬২ রান করেন। কেকেআর এর কোনো বোলার এই দুই ব্যাটসম্যারের ওপর প্রভাব বিস্তার করতে পারেনি।
ম্যাচের সেরা হন লোকেশ রাহুল। চারটি ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে এখন কিংস ইলেভেন পাঞ্জাব।
ফাইল ছবি
Be the first to comment