২০১১ সালে ক্ষমতায় আসার পর থেকে কৃষিজ ক্ষেত্রে বাংলাকে ধীরে ধীরে স্বয়ংসম্পূর্ণ রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করার জন্য অত্যন্ত জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী। কৃষিতে দেওয়া হয়েছে ব্যাপক গুরুত্ব। অন্যান্য বিষয়ে উন্নয়নের পাশাপাশি কৃষিকেও ই-ব্যবস্থার আওতায় আনা হয়েছে।
এখন রাজ্যের সমস্ত ব্লকের কৃষি দপ্তরে অন্তত তিনটি করে কম্প্যুটার আছে ইন্টারনেট পরিষেবা যুক্ত। ল্যাপটপ, প্রোজেক্টর ও ট্যাবলেট কম্প্যুটার আছে ই-গভর্নেন্স প্রকল্পের অধীনে। ইন্টারনেট নির্ভর চাষিদের জন্য এই প্রকল্পের সূচনা হয় ২০১৪-১৫ সালে, সারা রাজ্যে এই প্রকল্প শুরু হয় ২০১৫-১৬ সালে। এই পরিষেবা পেতে মোবাইল ফোনে ইন্টারনেট প্রয়োজন শুধু। এই অ্যাপ্লিকেশনে ৯৩টি শস্যের জন্য সমস্ত বিজ্ঞানসম্মত উপায় পরামর্শ দেওয়া হয়।
২০১৬-১৭ সাল পর্যন্ত রাজ্য ১৯.৪০ কোটি টাকা ব্যয় করেছে কৃষিতে ই-ব্যবস্থার জন্য। ২০১৭-১৮ সালে আরও ৪.৩৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এই বাবদ।
Be the first to comment