অংশুমান চক্রবর্তী,
মেদিনীপুর শহরের ফিল্ম সোসাইটি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হল ত্রয়োদশ মেদিনীপুর কবিতা উৎসব ২০১৮ ৷ আয়োজক দৈনিক উপত্যকা সংবাদপত্র ৷ উদ্বোধন করেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রঞ্জন চক্রবর্তী ৷ অনুষ্ঠান শুরু হয় দুঃখুশ্যাম চিত্রকরের পটের গান পরিবেশনের মধ্য দিয়ে ৷ তথ্যপ্রযুক্তি ধারণায় কবিতাচর্চার বিশেষ চিন্তাচেতনার প্রবর্তক হিসেবে সংবর্ধনা দেওয়া হয় কবি সৌমিত্র রায়কে ৷ প্রকাশিত হয় তাপস মাইতি সম্পাদিত মেদিনীপুরের গ্রামের কথা-১১, মেদিনীপুরের গল্প সংকলন ৷ প্রকাশিত হয় আরো বেশ কয়েকজন কবি গল্পকার ও প্রাবন্ধিকের বই ৷ প্রকাশিত হয় রঘুবংশ পত্রিকা ৷
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি আমিনুর রহমান, বাংলাদেশ ৷ শ্যামপদ পাত্র ৷ সভাপতিত্ব করেন কবি বিপ্লব মাজী ৷ কবিতাপাঠ করেন প্রভাত মিশ্র সুদীপ্ত চট্টোপাধ্যায় প্রমিতা ভৌমিক ভবেশ বসু সহ প্রায় ৬৫ জন কবি ৷ অনুষ্ঠান সঞ্চালনা করেন সুস্নাত জানা ৷
Be the first to comment