এবারের আইপিএলের প্রথম দিনের নিলামে অবিক্রিত ছিলেন ক্রিস গেইল। দ্বিতীয় দিনের নিলামে পুনরায় তাঁর নাম ডাকা হলে সব ফ্রাঞ্চাইজ গেলের দিকে না তাকালেও বিরেন্দ্র সহবাগের সৌজন্যে নূন্যতম দরে কিংস ইলেভেন পাঞ্জাবে অন্তর্ভুক্ত হন তিনি। প্রথম দুটি ম্যাচেও তাঁকে খেলানো হয়নি। তারপরের তিনটি ম্যাচ খেলেছেন তিনি। টানা তিনটি ম্যাচে হাফসেঞ্চুরি করে সমালোচকদের মুখ বন্ধ করে দিয়েছেন ৩৯ বছর বয়সী ক্রিস গেল। যার মধ্যে একটি সেঞ্চুরিও আছে। গতকাল আইপিএলের ১৮তম ম্যাচে তাঁর ও কেএল রাহুলের ঝোড়ো হাফসেঞ্চুরির দৌলতে কিংস ইলেভেন পঞ্জাব কলকাতা নাইট রাইডার্সকে ৯ উইকেটে হারিয়ে দিয়েছে। এরইমধ্যে আইপিএলের চলতি মরসুমের একটা বড় রেকর্ডও ভেঙে দিয়েছেন তিনি। এখনও পর্যন্ত সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড এখন গেইলের দখলে। তিনটি ম্যাচে মোট ২১টি ছক্কা মেরেছেন। তিন ম্যাচে ২২৯ রান করে অরেঞ্জ ক্যাপও এখন গেইলের দখলেই।
ফাইল ছবি
Be the first to comment