পাকিস্তানের পেস বোলার হাসান আলি ওয়াগায় ভারতীয় সেনাদের সাথে অভব্য আচরণ করলেন। শনিবার সন্ধ্যেয় ওয়াগা বর্ডারে গিয়ে প্যারেড সেইমনির সময় অদ্ভুত আচরণ করেন পাকিস্তানের এই ফাস্ট বোলার। যা নিয়ে অনেকে তাঁর সমালোচনা করেন এবং সোশ্যাল মাধ্যমে তাঁকে ট্রোলড করে। এমনিতেই প্রতি শনিবার সন্ধ্যের সময় ভারত-পাকিস্তানের সেনারা ওয়াগা বর্ডারে প্যারেড সেরিমনির (দুই দেশের পতাকা উত্তোলণের এক অনুষ্ঠান) অনুষ্ঠান করেন। এই অনুষ্ঠান দেখার জন্য দুই দেশের সাধারণ মানুষ ওয়াগা বর্ডারে উপস্থিত হন। শনিবার পাকিস্তানের ক্রিকেট দল এই দুই দেশের সেনাদের এই প্যারেড অনুষ্ঠানে উপস্থিত হন।
যখন দুই দেশের এই প্যারেড অনুষ্ঠান হচ্ছিল তখন হাসান আলি হঠাৎ ই উঠে গিয়ে পাকিস্তান বর্ডারের কাছে পাকিস্তান সেনাদের দিকে দাঁড়িয়ে ভারতীয় দর্শক এবং সেনাদের দেখিয়ে সেনাদের মত আচরণ করছিলেন এবং ভারতীয় সেনাদের ইশারা করছিলেন। হাসানের এই আচরণে ভারতীয় সেনারা কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। যেহেতু প্রোটোকল অনুযায়ী এই প্যারেড অনুষ্ঠান দুই দেশের সেনাদের মধ্যেই সীমাবদ্ধ থাকে, কোনো সাধারণ মানুষ এখানে ভাগ নিতে পারেন না। সেক্ষেত্রে হাসানের এই উদ্ধত আচরণ অনেকেই ভালো ভাবে মেনে নেয়নি।
হাসান আলি চ্যাম্পিয়ান্স ট্রফির ফাইনালে ৩ উইকেট নিয়ে ভারতকে হারাতে সাহায্য করেছিলেন। ২৪ বছর বয়সী হাসান আলি ২টি টেস্ট খেলে ৬ উইকেট নিয়েছেন এবং ৩০টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলে ৬২টি উইকেট নিয়েছেন। ১৬টি টি-২০ আন্তর্জাতিক ম্যাচ খেলে নিয়েছেন ২১টি উইকেট।
Be the first to comment