বিশেষ প্রতিনিধি,
আফগানিস্তানের রাজধানী কাবুলে ফের বিস্ফোরণ ৷ একটি ভোটার রেজিস্ট্রেশন কেন্দ্রের বাইরে এক আত্মঘাতী বোমারুর হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন। রবিবার পরিচয় পত্রের জন্য অপেক্ষারতদের মাঝে বিস্ফোরণটি ঘটানো হয় বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন ৷
কাবুলের পশ্চিমাংশের দসত ই বার্চি এলাকায় বিস্ফোরণটি ঘটানো হয়েছে। এই এলাকাটিতে সংখ্যালঘু শিয়া হাজারা সম্প্রদায়ের লোকজন বসবাস করে। এর আগেও আইএস বেশ কয়েকবার এই এলাকাটিতে প্রাণঘাতী বোমা হামলা চালিয়েছিল।
টুইটারে দেওয়া এক বিবৃতিতে তালিবানের প্রধান মুখপাত্র এই হামলার সঙ্গে তারা জড়িত নয় বলে জানিয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে অ্যাম্বুল্যান্স ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ মনে করা হচ্ছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে ৷
এদিকে সংবাদমংস্থা আল জাজিরার খবর, কাবুলে আত্মঘাতী হামলার পিছনে জড়িত আইএস ৷ রিপোর্টে বলা হয়েছে, আইএস তাদের অনলাইন মুখপত্রে হামলার দায় স্বীকার করেছে ৷ প্রাথমিকভাবে মনে করা হয়েছিল, বিস্ফোরণের পিছনে জড়িত আফগান তালিবানরা ৷ কিন্তু জঙ্গিগোষ্ঠীর তরফে সেই দায় নেওয়া হয়নি ৷
বিস্ফোরণে ঘটনাস্থলের আশপাশে রাখা গাড়ি ধ্বংস হয় এবং নিকটবর্তী ভবনগুলোর জানালা ভেঙে পড়ে। প্রত্যক্ষদর্শী বশির আহমদ জানিয়েছেন, ঘটনাস্থলে শিশু ও নারীরাও ছিল। সবাই তাদের পরিচয় পত্র সংগ্রহ করতে সেখানে জমায়েত হয়েছিল বলে জানিয়েছেন তিনি।
পুলিশ জানিয়েছে, সামনেই দেশে নির্বাচন৷ সেই কারণেই বোমা বিস্ফোরণ ঘটেছে ৷ স্থানীয় সময় সকাল ১০টা নাগাদ বিস্ফোরণটি হয়৷ কাবুলের পুলিশ প্রধান দাউদ আমিন জানিয়েছেন, ভোটার ও আইডি রেজিস্ট্রেশন সেন্টারের গেটের সামনে বিস্ফোরণটি ঘটে।
Be the first to comment