পিয়ংইয়ং মুখি লাউডস্পিকার সম্প্রচার বন্ধ করল সিওল

Spread the love

বিশেষ সংবাদদাতা –
সিওল: উত্তর কোরিয়ার দিকে মুখ করা লাউড স্পীকারের সম্প্রচার বন্ধ করতে চলেছে দক্ষিণ কোরিয়া৷ এতদিন সীমান্ত জুড়ে উত্তর কোরিয়ার দিকে মুখ করা বহু লাউডস্পিকার বসিয়ে রাখা ছিল৷ এদের কাজ ছিল উত্তর কোরিয়ার সমালোচনা সম্প্রচার করা৷ সেই সম্প্রচার বন্ধ করা হচ্ছে বলে সোমবার জানিয়েছে সিওল৷
২০০৪ সালে দুই দেশের মধ্যে এক চুক্তির অংশ হিসেবে এই সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু ২০১৫ সালে দুই কোরিয়ার মধ্যবর্তী ডিমিলিটারাইজড জোনে (ডিএমজেড) উত্তর কোরিয়ার পেতে রাখা মাইনে দক্ষিণ কোরিয়ার দুই সেনা জওয়ান গুরুতর আহত হলে সম্প্রচার ফের শুরু করে দক্ষিণ কোরিয়া।
পরে একই বছর আবার সম্প্রচার বন্ধ করা হয়, তবে উত্তর কোরিয়ার হাইড্রোজেন বোমা পরীক্ষার প্রতিক্রিয়ায় ২০১৬ সালে পুনরায় সম্প্রচার শুরু করা হয়। দক্ষিণের লাউডস্পিকার সম্প্রচার বন্ধ করা হলেও উত্তর কোরিয়ারগুলো বন্ধ করা হয়েছে কি না তা জানা যায়নি।
গত সপ্তাহের প্রথমদিকে পারমাণবিক পরীক্ষা স্থগিত ও পারমাণবিক পরীক্ষা কেন্দ্রের কার্যকলাপ বন্ধের ঘোষণা করে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ঐতিহাসিক এক আলোচনার জন্য প্রস্তুতি নেওয়ার মধ্যেই উত্তর কোরিয়া এই ঘোষণা করে যা রাজনৈতিক বিশেষজ্ঞদের বিস্মিত করেছে।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুনের সঙ্গে বৈঠকের পর কিমের জুনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।
চলতি সপ্তাহে হতে চলা শীর্ষ পর্যায়ের বৈঠককে সামনে রেখে সিওল এই পদক্ষেপ নিয়েছে বলে খবর৷ রয়টার্স সূত্রে খবর আগামী শুক্রবার উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইনের বৈঠক হওয়ার কথা রয়েছে। এক দশকেরও বেশি সময়ের মধ্যে দুই কোরিয়ার নেতাদের প্রথম বৈঠক হতে যাচ্ছে এটি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*