আবারও মোদীকে একহাত নিলেন রাহুল

Spread the love

সোমবার বিভিন্ন ইস্যু নিয়ে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। এদিন তিনি বলেন, দেশে যতই আগুন লাগুক, মেয়েরা ধর্ষিতা হোক, তফশিলি ও সংখ্যালঘুদের অধিকার বিপন্ন হোক না কেন, মোদী শুধু ফের প্রধানমন্ত্রী হওয়া নিয়েই ভাবছেন। তিনি নীরব মোদীর জালিয়াতি সহ বিভিন্ন বিষয় নিয়ে সংসদে ১৫ মিনিট বক্তব্য রাখার সুযোগ পেলে প্রধানমন্ত্রীকে দেশ ছেড়ে পালাতে হবে বলেও দাবি করেছেন কংগ্রেস সভাপতি।

উল্লেখ্য সোমবার থেকে সংবিধান বাঁচাও কর্মসূচি শুরু করেছেন রাহুল গান্ধী। সেখানেই দলিতদের অধিকার ও মহিলাদের সুরক্ষা নিয়ে প্রধানমন্ত্রীকে তোপ দেগেছেন তিনি। তাঁর দাবি, মোদী সরকারের আমলে সংবিধানের নীতি ও মূল্যবোধ একেবারে তলানিতে ঠেকেছে। বিভিন্ন দফতরে এমন লোকজনকেই নিয়োগ করা হচ্ছে যাঁরা আরএসএস-এর আদর্শে বিশ্বাস করেন। মোদীর ‘বেটি বাচাও, বেটি পড়াও’ স্লোগান এখন বিজেপি নেতাদের থেকে মেয়েদের রক্ষা করার স্লোগানে পরিণত হয়েছে। পাশাপাশি তিনি বলেন একমাত্র কংগ্রেসই দেশের সব সমস্যার সমাধান করতে পারে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*