দীপক আঢ্য –
অনেকদিন পরে আজ কালবোশেখিকে অঙ্গে মেখেছি
অনেকদিন পরে
আমি ভুলেছিলাম তার সব
অথচ কী অবিশ্বাস্য
প্রতিটি উড়ন্ত ধুলোকণা
পাতা
আবর্জনা
ওদের বিস্মৃতি আসেনি এতটুকু
আজ অনেকদিন পরে কালবোশেখি
তোমাকে দিয়ে গেল
নিভৃতে নয়
রীতিমতো নিনাদের সাথে
তার সাথে তুমি ছিলে কিনা
আমি ভুলেই গেছি তার গভীরতা মাপতে
আজ সন্ধের যেটুকু আলো
সব ঠিক আগের মতোই
আজ সন্ধের যেটুকু রুদ্রাণী
তার নিক্কনে তোমার কোন বোল ছিলনা
এখন শুধুই স্নিগ্ধতা
তুমি কি ঘুমিয়ে পড়েছ
নাকি তোমার অশিষ্টতার মধ্যে খুঁজে ফিরছ
আগামীকে!
Be the first to comment