বিশ্ব একাদশের হয়ে খেলবেন রশিদ খান

Spread the love

বিশ্ব একাদশের হয়ে খেলার সুযোগ পেলেন আফগানিস্তানের তরুণ লেগ স্পিনার রশিদ খান। আগামী ৩১ মে, ইংল্যান্ডের লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চ্যারিটি টি-২০ ম্যাচে আইসিসি বিশ্ব একাদশের হয়ে অংশ নেবেন তিনি এছাড়াও বাংলাদেশের শাকিব আল হাসান ও তামিম ইকবাল বিশ্ব একাদশে খেলার সুযোগ পেয়েছেন।
গত বছর হারিকেন-ঝড়ে ক্যারিবীয়ান দ্বীপপুঞ্জের ৫টি স্টেডিয়ামের বিশাল ক্ষতি হয়। সেই সকল স্টেডিয়ামগুলোর সংস্কারের জন্য অর্থ তুলতেই এই চ্যারিটি ম্যাচের আয়োজন। আগেই জানা গেছে এই ম্যাচে বিশ্ব একাদশের হয়ে খেলবেন পাকিস্তানের শাহিদ আফ্রিদি ও শোয়েব মালিক। আইসিসি বিশ্ব একাদশের নেতৃত্বে থাকবেন ইংল্যান্ডের একদিনের দলের ও টি-২০ ফর্ম্যাটের অধিনায়ক ইয়ন মর্গ্যান। অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজ দলের নেতৃত্ব থাকবেন কার্লোস ব্রেথওয়েট। এছাড়াও দলে আছেন ক্রিস গেইল, মার্লন স্যামুয়েল্স, স্যামুয়েল বদ্রি ও আন্দ্রে রাসেল।
আফাগানিস্তানের রহস্য স্পিনার রশিদ খান জানান, এই বিষয়টা আমার ও দেশের কাছে বিরাট গর্বের, যে ক্রিকেটের অন্যতম পুরনো এবং আনুগত্য সদস্যকে সহযোগিতা করতে আমাকে বাছা হয়েছে। এটা বলা অত্যুক্তি হবে না যে, ক্রিকেটের প্রাক্তন ও বর্তমান প্রজন্মের অনেকেই সাত থেকে নয়ের দশকে ওয়েস্ট ইন্ডিজের বিক্রমের দ্বারা অনুপ্রাণিত। তাই এখন ওয়েন্ট ইন্ডিজ যদি আমাদের সাহায্য চায়, তাহলে নির্দ্বিধায় তা করা উচিত।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*