১৯৮৯ সালের নভেম্বর মাসে তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক পাকিস্তানের মাটিতে শক্তিশালী পাকিস্তানের বিরুদ্ধে। যেকোনো নতুন ক্রিকেটারের কাছে এই পাকিস্তান সফর একটা বুলডোজার বলা যেতে পারে, কিন্তু মাত্র ১৬ বছর বয়সে তিনি বুক চিতিয়ে লড়াই করে বুঝিয়েছিলেন যে আন্তর্জাতিক ক্রিকেটে তিনি থাকতেই এসেছেন, শুধু থাকাই নয় বলা ভালো শাসন করতে এসেছেন। সেই শুরু তারপরের টা ইতিহাস। ভারতের ক্রিকেট ইতিহাসে এক স্মরনীয় অধ্যায় বলা যেতে পারে। এরপর তিনি সারা বিশ্বে ক্রিকেট সাম্রাজ্য চালিয়েছেন ২০১৩ সাল পর্যন্ত। ২০০টি টেস্ট ও ৪৬৩টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ রয়েছে তাঁর ঝুলিতে। ২৪ বছরের ক্রিকেট ক্যারিয়ারে খেলেছেন টি-টোয়েন্টিও। ক্রিকেটের সব ফরম্যাট মিলিয়ে ৩০ হাজারের বেশি রান এবং ২০০ এর বেশি উইকেটের মালিক হয়েছেন তিনি। এতসব পরিসংখ্যান এখনও পর্যন্ত শুধু একজনের নামের পাশেই মানায়। তিনি আর কেউ নন, ভারতীয় ক্রিকেটের ঈশ্বর শচীন তেন্ডুলকার। তাঁরই আজ জন্মদিন। রোজদিনের তরফ থেকে শচীন তেন্ডুলকারকে জানাই জন্মদিনের শুভেচ্ছা।
১৯৭৩ সালের ২৪ এপ্রিল মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন শচীন রমেশ তেন্ডুলকার। ভারতীয় সুরকার শচীন দেববর্মণের নামানুসারে তার এই নাম রাখেন তার বাবা রমেশ তেন্ডুলকার। আজ তাঁর ৪৫তম জন্মদিন পালন করছেন ভারতীয় ক্রিকেটের ঈশ্বর শচীন।
এক সময় স্যার ডন ব্র্যাডম্যান বিশ্ব ক্রিকেটে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছিলেন। তবে আধুনিক যুগের ক্রিকেটপ্রেমীদের কাছে শচীনই হলো ব্র্যাডম্যান। তবে নিজেকে স্যার ব্র্যাডম্যানের সঙ্গে তুলনা করেননি তিনি। অন্যদিকে বর্তমান সময়ের এমন অনেক ক্রিকেটার আছেন- যাদের আদর্শই হলো শচীনের ব্যাটিং। তারা জন্মের পর থেকেই ক্রিজে দেখে এসেছেন প্রিয় এই ক্রিকেটারকে।
দীর্ঘ ২৪ বছরের ক্রিকেট জীবনে ২০০ টেস্টের মধ্যে ৩২৯ ইনিংসে ব্যাট হাতে নেমেছেন শচীন। ৫১টি শতরান ও ৬৮টি অর্ধশতরান মিলিয়ে ক্রিকেটের এই দীর্ঘতম ফরম্যাটে ১৫,৯২১ রান করেছেন তিনি। সর্বোচ্চ ২৪৮ রানের (অপরাজিত) ইনিংস খেলেছেন তিনি। টেস্টে তাঁর গড় রান ৫৩.৭৮।
৪৬৩টি একদিনের আন্তর্জাতিক ম্যাচের মধ্যে ৪৫২ ইনিংসে ব্যাট করে ১৮,৪২৬ রান করেছেন কিংবদন্তী শচীন রমেশ টেন্ডুলকার। একদিনের আন্তর্জাতিকে ৪৯টি শতরান ও ৯৬টি অর্ধশতরান করেছেন তিনি। তাঁর সর্বোচ্চ রান অপাজিত ২০০। তিনিই প্রথম একদিনের আন্তর্জাতিকে দ্বিশতরান করেন। শচীন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন মাত্র একটি।
আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাট হাতে সফলতার পাশাপাশি বল হাতেও অনেকটাই সফল বলা চলে শচীন রমেশ তেন্ডুলকারকে। পার্টটাইম বোলার হিসেবে টেস্টে তাঁর উইকেট সংখ্যা ৪৬ এবং একদিনের ক্রিকেটে ১৫৪টি।
মাত্র ১৬ বছর বয়সে অভিষেকের পর টানা ২৪ বছর ক্রিকেটের মাঠে রাজত্ব করে ৪০ বছর বয়সে অবসর নেন শচীন তেন্ডুলকার। ২০১১ সালে বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্যও ছিলেন তিনি। বর্তমানে আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স দলে মেন্টরের দায়িত্ব পালন করছেন তিনি। তাঁর ছেলে অর্জুন তেন্ডুলকর তৈরী হচ্ছেন ধীরে ধীরে। হয়তো আগামী কয়েক বছর পরেই আন্তর্জাতিক ক্রিকেটের আঙিনায় একজন অলরাউন্ডার হিসাবে দেখা যাবে তাঁকে।
Be the first to comment