সুপ্রিম কোর্টে মৃত্যুদণ্ডে ফাঁসির পক্ষেই সওয়াল করল কেন্দ্র

Spread the love

বিশেষ সংবাদদাতা,

সুপ্রিম কোর্টে ফাঁসির সপক্ষে নিজের যুক্তি পেশ করল কেন্দ্র৷ মৃত্যুদণ্ডে ফাঁসিই একমাত্র বিকল্প বলে সুপ্রিম কোর্টে বক্তব্য রাখে কেন্দ্র৷ গত শুনানিতে কেন্দ্র সরকারের কাছে শীর্ষ আদালত প্রশ্ন করেছিল, মৃত্যুদণ্ডে ফাঁসির থেকে বিকল্প পদ্ধতি কি কিছু আছে? এরপরেই কেন্দ্রের পক্ষ থেকে হলফনামা দায়ের করে এই বক্তব্য পেশ করা হয়৷
কেন্দ্র তার হলফনামাতে জানায়, মত্যুদণ্ডে ফাঁসিই উপযুক্ত বিকল্প, কারণ এটি তাড়াতাড়ি সম্পন্ন হয় এবং সবদিক থেকে সুরক্ষিতও৷ লিথল ইনজেকশন এবং গুলি করে হত্যার মধ্যে দিয়ে মৃত্যুদণ্ড দেওয়া অমানবিক এবং নৃশংস৷
মঙ্গলবার সুপ্রিম কোর্টে মৃত্যুদণ্ডের পদ্ধতি নিয়ে দায়ের হওয়া একটি পিটিশনের শুনানি ছিল৷ এই মর্মে কেন্দ্র সরকার সুপ্রিম কোর্টে হলফনামা দাখিল করে জানায়, লিথল ইনজেকশন-এর থেকে ফাঁসি মৃত্যুদণ্ড হিসেবে বেশি উপযুক্ত৷
এর আগে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বলা হয়েছিল, মৃত্যুদণ্ডে ফাঁসি ছাড়া অন্য পদ্ধতি বের করতে যাতে শান্তিতে মৃত্যু হয়, কোনও কষ্টের মধ্যে দিয়ে যেতে না হয়৷ ফাঁসির বিকল্প ব্যবস্থার ক্ষেত্রে ইনজেকশন, গুলি, গ্যাস চেম্বার অথবা বৈদ্যুতিক শক দেওয়ার মতো বিষয়গুলিও উঠে আসে৷ বলা হয়, ফাঁসিতে মৃত্যু হতে ৪০ মিনিট সময় লেগে যায়, অন্যদিকে গুলি করে মারতে বা ইনজেকশনে শীঘ্রই মৃত্যুদণ্ড দেওয়া সম্ভব৷ তবে কেন্দ্রের মতে মৃত্যুদণ্ডে ফাঁসিই সেরা বিকল্প৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*