পাক বন্ধুদেশ চিনে বসে পাক সন্ত্রাসকে নিশানা ভারতের বিদেশমন্ত্রীর

Spread the love

বিশেষ সংবাদদাতা,

‘সন্ত্রাস হল মানবতার শত্রু। আর যেসব দেশ সেই সন্ত্রাসে মদত দেয়, তাদের চিহ্নিত করা উচিৎ। চিনে গিয়ে পাকিস্তানকে নাম না করে একহাত নিলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। কোনও দেশের নাম না করে তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য শুধু জঙ্গি মারাই নয়, পাশাপাশি জঙ্গিদের মদতদাতাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। বিশ্ব থেকে সন্ত্রাস দূর করতে আমাদের একসঙ্গে কাজ করতে হবে।’

সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের সম্মেলনে যোগ দিতে চিনে গিয়েছে সুষমা স্বরাজ সহ একাধিক দেশের বিদেশমন্ত্রীরা। উপস্থিত রয়েছে পাকিস্তানের বিদেশমন্ত্রী খোয়াজা মহম্মদ আসিফও। সেখানেই সুষমা বলেন, বিশ্বের কয়েকটা জ্বলন্ত সমস্যার মধ্যে অন্যতম গ্লোবাল টেররিজম।

চিনে চারদিনের সফরে গিয়েছেন সুষমা স্বরাজ৷ ভারত ও চিনের বন্ধুত্বে হিন্দি ভাষার অবদান সংক্রান্ত বিষয়ে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে একথা বলেন তিনি৷ যখন দুই বন্ধু পাশাপাশি বসে, তারা কী চায়৷ তারা একে অপরের মনের কথা একে অপরকে বলতে চায়৷ ফিলিংস শেয়ার করে৷ এই কারণেই আমাদের ভাষার দরকার হয়৷ আপনি যখন কথা বলবেন আমার সেটা বোঝার জন্য চিনা ভাষা জিনি উচিত৷ আর যখন আমি কথা বলব, তখন আপনার হিন্দি বোঝার জন্য সেই ভাষা জানা উচিত৷” বলেছেন সুষমা৷

তিনি আরও বলেন, ভারত-চিন সম্পর্ক উন্নতি ঘটাতে ও ব্যবসা বাড়াতে হিন্দি ও চিনা ভাষা শেখা উচিত৷ অন্যদিকে, ভারতীয় ও চিনাদের একে অপরের ভাষা শেখার কথা বলেছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ৷ এর ফলে দুই দেশের মধ্যে সম্পর্ক দৃঢ় হবে বলে মন্তব্য করেন তিনি৷ তাহলে ভারতীয় ও চিনারা একে অপরের মুখোমুখি হলে কোনও সমস্যা ভোগ করতে হবে না বলে মনে করেন তিনি৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*