দেবযানী লাহা ঘোষ –
দুর্গাপুজো। এইআসছে আসছে শব্দটাই আমাদের মাতিয়ে রাখে সারাবছর। দিন বদলের সঙ্গে সঙ্গে বদলেছে অনেক কিছু। পুজোর রীতি নীতি এক থাকলেও উপস্থাপনায় আর পরিবেশনে কলকাতার দুর্গাপুজো আজ বিশ্বের মানচিত্রে স্থান করে নিয়েছে। থিম পুজোর লড়াইয়ে উত্তর থেকে দক্ষিন আর পূর্ব থেকে পশ্চিম। এ বলে আমাকে দেখ তো ও বলে আমাকে দেখ। বেশ কয়েক বছর ধরেই দুর্গা পুজোকে কেন্দ্র করে এক শিল্পের ইন্ডাস্ট্রি তৈরী হয়েছে।
থিম অনুযায়ী তৈরী হয় টিজার, পোস্টার এবং মিউজিক। সারা বছর ধরে পুজোর কাজ চললেও বাংলা নববর্ষের শুরু থেকেই এখানে পুজোর ঢাকে কাঠি পড়ে যায়। নানা অনুষ্ঠানের মধ্য দিয়েই তারা জানান দিতে থাকেন পুজো আসছে। সম্প্রতি বাঘাযতীন তরুণ সংঘ তাদের এবছরের থিমের পোস্টার লঞ্চ করলো এক দারুন অনুষ্ঠানের মধ্য দিয়ে। কলকাতার সমস্ত দুর্গা পুজোর উদ্যোক্তা, থিম শিল্পী, মূর্তি শিল্পী, আলোক শিল্পী সবাইকে নিয়ে পুজোর স্মৃতিচারণ, আড্ডা ও বিতর্কের মধ্য দিয়ে পুজোকে ঘিরে এই নস্ট্যালজিক আবেগময় অনুষ্ঠান বেশ ভালোই জমে উঠেছিলো।
গতবছরের থেকে এই পুজোর ব্র্যান্ড আম্বাসাডর অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। কী বলছেন তিনি এই পুজো নিয়ে? শুনে নেওয়া যাক-
বন্ধুর ডাকে উপস্থিত ছিলেন অভিনেত্রী জয়া এহসান। কী বলছেন তিনি পুজো নিয়ে? আসুন শুনে নিই।
পুজো আসতে দেরী আর ৫ মাস। উদ্যোক্তাদের তোড় জোর শুরু হয়ে গেছে। তাদের এখন একটাই লক্ষ্য গতবছরের থেকে দর্শক টানতে হবে আরও বেশী।
Be the first to comment