চকোলেট আর মিষ্টি আমার খুবই প্রিয়ঃ মমতা বন্দ্যোপাধ্যায়

Spread the love

রাজ্যের গুরুভার তাঁরই কাঁধে৷ তিনি যে একেবারে সাধারন লাইফ স্টাইল লিড করেন তা আমাদের সবারই জানা৷ পোশাক- আশাকেও নেই কোনও বাতুলতা। অত্যন্ত সাধারন তাঁর জীবন যাপন। আর ততটাই সাধারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খাদ্য তালিকা৷ মঙ্গলবার নিউজ ১৮ বাংলায় একান্ত সাক্ষাৎকারে নিজের ডায়েট চার্ট জন সাধারনের সঙ্গে শেয়ার করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় জানান, যে দীর্ঘ ২০ বছর ধরে ভাত খান না তিনি৷ বরং মুড়ি ও চিড়েটাই বেশি খান৷ সকালে উঠে কিছুটা চিড়ে খেয়েই বেড়িয়ে পড়া৷ তারপর খান চা-বিস্কুট। রাতে বাড়িতে ফিরে ডিনার করেন৷ ডিনারে থাকে মুড়ি আর চকোলেট৷ চকোলেট খেতে খুব ভালোবাসেন তিনি৷ আর খেতে ভালবাসেন মিষ্টি। তবে মিষ্টি আর চকোলেট যে তাঁর খুবই প্রিয় সেকথাই অকপটে স্বীকার করে নেন মুখ্যমন্ত্রী।

তবে রবিবারের মেনুটা প্রতিদিনের থেকে একটু হলেও আলাদা৷ ডিমের বড়ার ঝোল ও মুড়ি দারুণ ফেভারিট মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ কিন্তু শুধু খাওয়া-দাওয়াই নয়, মুখ্যমন্ত্রী জানান, হাঁটেন বলেই তিনি ভালো আছেন৷ যা খান হাঁটার ফলে সবই ঝরিয়ে ফেলেন৷ এছাড়াও নিয়মিত ঘুম থেকে উঠে বিছানাতেই আধঘণ্টা ব্যায়াম করেন৷ তবে সবচেয়ে বড় ব্যাপার মনকে ভালো রাখার জন্য বই পড়া, সিরিয়াল দেখা, দেশ-বিদেশের খবর শোনা, বই লেখা, গান শোনা সবই করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এসবই তাঁকে এগিয়ে যেতে সাহায্য করে বলেই মতপ্রকাশ করেন তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*