জ্যোতিষাচার্য্য:- শঙ্খশিস সরকার (Sankhasis Sarkar)
মেষ- কর্মস্থান বদল। পেটের কষ্ট। উদ্ভাবনী ক্ষমতার বিকাশ।
বৃষ- ভাগ্যন্নতি। নতুন গৃহ নির্মান। পৈতৃক সম্পত্তি লাভ।
মিথুন- কর্মে শুভ। দক্ষতার স্বীকৃতি লাভ। শিক্ষায় বাধা।
কর্কট- উচ্চশিক্ষা লাভ। আত্মীয় বিবাদ। মনকষাকষি।
সিংহ- গবেষনায় সাফল্য। শত্রুহানি। মামলা-মোকদ্দমা।
কন্যা- ব্যবসায়ে সাফল্য। পতঙ্গবাহিত রোগ। উদাসীনতা।
তুলা- ব্যবসায় সম্প্রসারন। সত্যকথায় ঝুঁকি। হজমের কষ্ট।
বৃশ্চিক- শেয়ারে বিনিয়োগ চলবেনা। প্রেমে হতাশা। নিকট ভ্রমন।
ধনু- কষ্টকর ভ্রমন। গৃহনির্মান। উচ্চশিক্ষায় বাধা।
মকর- প্রিয়জনের সাথে সম্পর্কের অবনতি। পুস্তকের ব্যবসায়ে লাভ। শত্রুবৃদ্ধি।
কুম্ভ- জটিল অস্ত্রপচার। সংক্রমনজনিত ব্যধি। কর্মক্ষেত্রে জটিলতা।
মীন- শ্লেষ্মাধিক্য। দাম্পত্যে ভুল বোঝাবুঝি।
Be the first to comment